kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

বিশ্বকাপ নাকি তামাশা?

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুন, ২০১৯ ১৭:২৬ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বকাপ নাকি তামাশা?

চলতি বিশ্বকাপে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে এমন দৃশ্য। ছবি : টুইটার

এমন একটি সময় ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করা হয়েছে, যে সময়টিতে সাধারণত বৃষ্টি হয়ে থাকে। বিশ্বকাপ শুরুর আগে আবহাওয়ার পূর্বাভাসেও এমনটাই বলা হয়েছিল। বাস্তবেও ঘটছে একই ঘটনা। প্রায় প্রতিদিনই বৃষ্টি এসে বাগড়া দিচ্ছে। পরিত্যক্ত হচ্ছে ম্যাচ। দর্শকরা হতাশ হয়ে পড়েছে যা এখন জন্ম দিচ্ছে ক্ষোভের! আসলেই ইংল্যান্ডে হচ্ছেটা কী? এটা কি বিশ্বকাপ নাকি তামাশা?

গত ১৪ দিনে ১৮টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ওভার কর্তনের ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি ম্যাচে। ইতিমধ্যেই বৃষ্টিতে তিনটি ম্যাচ ভেস্তে যাওয়ার জন্য শ্রীলঙ্কা ২ পয়েন্ট, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ১ পয়েন্ট করে খুইয়েছে। রিজার্ভ ডে না থাকা নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। বাংলাদেশের কোচ স্টিভ রোডস তো স্পষ্ট করেই বলেছেন, 'চাঁদে মানুষ পাঠানো সম্ভব হয়েছে আর রিজার্ভ ডে রাখা সম্ভব হয়নি!'

আজ বৃহস্পতিবার ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচটিতেও হানা দিয়েছে বৃষ্টি। ম্যাচ শুরু হওয়া তো দূরের কথা; ট্রেন্টব্রিজে এখনও টসই অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ যা অবস্থা, তাতে পরিত্যক্ত ম্যাচের তালিকায় নাম লেখাতে যাচ্ছে আজকের ম্যাচটি। এমন অবস্থায় বিশ্বকাপের আমেজটাই নষ্ট হয়ে গেছে। দর্শকরা প্রচণ্ড বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিশ্বকাপ থেকে। এভাবে না খেলে কেবল পয়েন্ট ভাগাভাগি করে বিশ্বকাপ শেষে হয়ে যাওয়ার কোনো মানে হয়?

মন্তব্যসাতদিনের সেরা