kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

বৃষ্টির কারণে পেছাল ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টস

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুন, ২০১৯ ১৫:২১ | পড়া যাবে ১ মিনিটেবৃষ্টির কারণে পেছাল ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টস

ট্রেন্ট ব্রিজে সকাল থেকেই থেমে থেমে চলছে বৃষ্টি। তাই নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না টস। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ৩ টা) টস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা পেছানো হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড এক টুইট বার্তায় জানিয়েছে, বৃষ্টির কারণে টস পেছানো হয়েছে এবং স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টা) আম্পায়াররা পর্যবেক্ষণে নামবেন। এরপরই টস ও খেলা শুরুর সময় জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে বৃষ্টি তখনও আবার বাধা দিতে পারে। 

বৃষ্টির কারণে ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে এই বিশ্বকাপে।

মন্তব্যসাতদিনের সেরা