kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

টাইগারদের নিয়ে বিসিবির বিশ্বকাপ থিম সং প্রকাশ (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মে, ২০১৯ ১২:৪৫ | পড়া যাবে ১ মিনিটেটাইগারদের নিয়ে বিসিবির বিশ্বকাপ থিম সং প্রকাশ (ভিডিওসহ)

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে বিসিবি। ‘বুকের ভেতর আছে বিশ্বাস, খেলবে টাইগার জিতবে টাইগার’-এ শিরোনামে প্রকাশ করা হয়েছে থিম সংটি।

জানা গেছে, গতকাল শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এ গানটি প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক জালাল ইউনুস, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীসহ ইউনিলিভারের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনের এক ফাঁকে স্কাইপেতে যোগ দেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। তিনি বলেন, ‘থিম সং ভালো হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আরো জানা গেছে, থিম সংটি শোনা যাবে লাইফবয়ের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

মন্তব্যসাতদিনের সেরা