kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

'ইংল্যান্ডের সবচেয়ে ভয়ংকর ক্রিকেটার বাটলার'

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মে, ২০১৯ ১৬:৪৬ | পড়া যাবে ১ মিনিটে'ইংল্যান্ডের সবচেয়ে ভয়ংকর ক্রিকেটার বাটলার'

আসন্ন বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে ধরা হচ্ছে আয়োজক দেশ ইংল্যান্ডকে। জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জো রুট, ইয়োইন মরগান, জোফ্রা আর্চারের মতো ম্যাচ উইনার রয়েছে দলটিতে। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে উন্নতি করছে এবং একের পর এক সিরিজ জিতে যাচ্ছে তারা। তবে দুই বারের বিশ্বকাপজয়ী সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, ইংল্যান্ড দলের সবচেয়ে ভয়ঙ্কর ক্রিকেটারের নাম জস বাটলার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাতকারে পন্টিং বলেন, 'ইংল্যান্ডের সব চেয়ে ভয়ঙ্কর ক্রিকেটার হতে চলেছে বাটলার। শেষ ২-৩ বছরে ওর মতো উন্নতি করতে কম ক্রিকেটারকেই দেখেছি। আইপিএলেই তিন থেকে চার বছর আগে ওকে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ এসেছিল। তখনও আমি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গেই যুক্ত ছিলাম।'

পন্টিং জানিয়েছেন, শুধু টি-টোয়েন্টি নয়। সবধরনের ক্রিকেটেই উন্নতি করেছে বাটলার। বলছিলেন, 'ওর ওয়ানডে ম্যাচ দেখুন। টেস্টে ব্যাটিং দেখুন। সব ম্যাচেই সাবলীল। বিশ্বকাপে ও হয়তো উইকেটকিপিং করবে না। তবুও মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বিশ্বের অন্যতম সেরা। যে কোনো দিকে শট নেওয়ার ক্ষমতা রয়েছে। ওর জোরও প্রচণ্ড। বড় শট নিতে ভয় পায় না।'

মন্তব্যসাতদিনের সেরা