kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

জাতীয় জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন নোশিন

ক্রীড়া প্রতিবেদক   

২২ মে, ২০১৯ ০৯:০৫ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন নোশিন

সংগৃহীত ছবি

জাতীয় জুনিয়র দাবায় মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নোশিন আঞ্জুম। ক্যান্ডিডেট মাস্টার নোশিন ৭ খেলায় পূর্ণ পয়েন্ট নিয়ে শিরোপা জেতে। এছাড়া ৬ পয়েন্ট নিয়ে ওয়ালিজা আহমেদ দ্বিতীয় ও ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে কাজী জারিন তাসনিম। 

অপরদিকে ছেলেদের বিভাগে সপ্তম রাউন্ড শেষে সাড়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিদে মাস্টার ফাহাদ রহমান। এছাড়া সাড়ে ৫ পয়েন্ট করে নিয়ে ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস ও স্বর্ণাভ চৌধুরী, সাদনান হাসান ও ইয়াসির আলী যৌথভাবে দ্বিতীয় স্থানে।

মন্তব্যসাতদিনের সেরা