kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

৪ বছরের শিশুর বিস্ময়কর ফুটবল প্রতিভা! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মে, ২০১৯ ২১:৪৭ | পড়া যাবে ১ মিনিটে৪ বছরের শিশুর বিস্ময়কর ফুটবল প্রতিভা! (ভিডিও)

ছবি : ভিডিও থেকে দেওয়া

মাত্র ৪ বছর বয়স। এই বয়সেই তার পায়ের জাদু দেখলে সকলের চোখ জুড়িয়ে যায়। সম্প্রতি তার স্কিল দেখে মুগ্ধ হয়েছেনন ভারতের শীর্ষ শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। টুইটারে ওই বাচ্চার ফুটবল স্কিলের ভিডিও পোস্ট করে প্রশংসায় মেতেছেন তিনি। ফুটবল নিয়ে জাদু দেখানো ওই বাচ্চাটির নাম আরাত হোসেইনি। তার বাড়ি ইরানে।

লম্বা চুলের জন্য প্রথম দেখায় আরাতকে মেয়ে বলে ভুল হওয়াটা স্বাভাবিক। যেমনটা হয়েছিল আনন্দ মাহিন্দ্রারও। পোস্ট করে তিনি লিখেছিলেন, 'হোয়াটসঅ্যাপ ওয়ান্ডার বক্সে এই ছোট্ট মেয়ের ফুটবল স্কিল দেখে আমি স্রেফ মুগ্ধ হয়ে গিয়েছি। কিন্তু পরে জানতে পারি ও চার বছরের ইরানের ছেলে।'

এর আগে ঘোড়া ছুটিয়ে পরীক্ষা দিতে যাওয়া কেরালার এক শিক্ষার্থীরও ভূয়সী প্রশং‌সা করেছিলেন আনন্দ মাহিন্দ্রা। যদিও মাহিন্দ্রার প্রশংসার আগেই ভাইরাল হয়েছিল আরাতের ফুটবল নিয়ে জাদু দেখানোর ভিডিও।

 

মন্তব্যসাতদিনের সেরা