kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

সিরিজ জিতেই বিশ্বকাপে যেতে চান ইনজামাম

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মে, ২০১৯ ০৯:১৫ | পড়া যাবে ২ মিনিটেসিরিজ জিতেই বিশ্বকাপে যেতে চান ইনজামাম

সাউদাম্পটনে ৭৩৪ রানের ম্যাচ যেন অন্য রকম এক আত্মবিশ্বাসেই ভাসিয়ে নিচ্ছে পাকিস্তানকে। ম্যাচটি হারলেও ইংল্যান্ডের ৩৭৩ রান তাড়ায় ৩৬১ পর্যন্ত যাওয়া সরফরাজ আহমেদদের আত্মবিশ্বাসের পালে দারুণ হাওয়াও লাগাচ্ছে। এমনই যে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেই বিশ্বকাপের জন্য ‘আদর্শ’ প্রস্তুতি সারতে চায় পাকিস্তান। তাদের প্রধান নির্বাচক ইনজামাম-উল হকও বলেছেন সে কথাই। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক বলেছেন, ‘যদিও আমরা ম্যাচটি হেরেছি কিন্তু বিশাল সংগ্রহ তাড়া করে যেভাবে আমরা ম্যাচে ফিরেছি, তাও অসাধারণ।’

বেশির ভাগ দলই এ রকম পরিস্থিতিতে হাল ছেড়ে দেয়। কিন্তু পাকিস্তান সেটি দেয়নি বলেই আরো খুশি এই সাবেক অধিনায়ক, ‘৩৫০-এর বেশি রান তাড়ার ক্ষেত্রে সাধারণত দলগুলো ভেঙেই পড়ে। কিন্তু পাকিস্তানের খেলার মধ্যে মনোবল হারিয়ে ফেলার কোনো লক্ষণই ধরা পড়েনি।’ এমন ম্যাচ যারা খেলতে পারে, তাদের পক্ষে তাই ইংলিশদের বিপক্ষে সিরিজ জেতাও অসম্ভব বলে মনে করেন না ইনজামাম। তিনি চান ৩১ মে ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর আগে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েই ‘আদর্শ’ প্রস্তুতি সারুক পাকিস্তান, ‘আর সবার মতো আমিও চাই, আমাদের দল এ সিরিজটি জিতেই বিশ্বকাপে যাক।’

ওভালে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় ওয়ানডে থেকে বাকি ম্যাচগুলোতে লড়ার আত্মবিশ্বাস পাওয়া পাকিস্তানের বিশ্বকাপ দলে পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেননি ইনজামাম। ২৩ মে পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই ১৫ জনের দলে পরিবর্তনের সুযোগ উন্মুক্ত রেখেছে আইসিসি। ইংল্যান্ড সিরিজে কেউ দুর্দান্ত কিছু করলে সেই সুযোগটি নিতে চায় পাকিস্তানও। ইনজামামও যা অস্বীকার করেননি, ‘যদিও আমরা এরই মধ্যে বিশ্বকাপ দল ঘোষণা করে দিয়েছি। এর পরও কিছু খেলোয়াড় রয়েছে, যারা দলে সুযোগ পাওয়ার দাবিদার ছিল। আসন্ন ম্যাচগুলোতে যদি ওরা পারফরম করে, তাহলে বিবেচনা করা যেতে পারে।’ লেগস্পিনার শাদাব খান ও অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের চোট নিয়েও ইতিবাচক খবরই দিয়েছেন ইনজামাম। তাঁদের সব শেষ অবস্থা জানাতে গিয়ে ইনজামাম বলেছেন, ‘শাদাব খানের ফিটনেস নিয়ে ইতিবাচক রিপোর্টই হাতে পেয়েছি আমরা। আশা করছি বিশ্বকাপের আগেই ফিট হয়ে যাবে সে।’ 
সূত্র: পিটিআই

মন্তব্যসাতদিনের সেরা