kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

ধোনি এবারও বিশ্বকাপ জিতিয়ে ফিরবে : কপিল দেব

কালের কণ্ঠ অনলাইন   

২৪ এপ্রিল, ২০১৯ ২০:২৮ | পড়া যাবে ২ মিনিটেধোনি এবারও বিশ্বকাপ জিতিয়ে ফিরবে : কপিল দেব

প্রথমবারের মতো ১৯৮৩ সালে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন কিংবদন্তি অল-রাউন্ডার কপিল দেব। এর পর দীর্ঘ খরা কাটিয়ে ২০১১ সালে ভারতকে দ্বিতীয় বিশ্বকাপ উপহার দেন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ভারত।  সেই জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে উচ্ছ্বসিত কপিল দেব। তার মতে, মহেন্দ্র সিংহ ধোনির মতো কোনো ক্রিকেটার ভারতের মুখ এত গৌরবোজ্জ্বল করেনি।

এই মুহূর্তে তার ক্রিকেটার ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন ধোনি। গত বছর সেভাবে ছন্দে ছিলেন না। তাই অনেক সমালোচক ও সাবেক ক্রিকেটার ধোনিকে ধুয়ে দিয়েছিলেন। কিন্তু ১৯৮৩ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল সে পথে হাঁটতে নারাজ। বরং ধোনির প্রশংসা করে তিনি বলছেন, 'ধোনি সম্পর্কে কিছু বলার নেই। দীর্ঘদিন ধরে দেশের হয়ে খেলে ভারতকে গৌরবোজ্জ্বল করেছে। আমাদের সকলের উচিত ধোনিকে সম্মান করা।'

ইংল্যান্ডেই হয়তো জীবনের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন ধোনি। কপিল চান, এবারের বিশ্বকাপ জিতেই দেশে ফিরুক এই ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান। ‘হরিয়ানা হারিকেন’-এর কথায়, 'ধোনি কত দিন খেলবে সেটা ও নিজেই জানে। বিশ্বকাপে ধোনির জন্য শুভেচ্ছা রইল। আশা করছি, ধোনি এবারও বিশ্বকাপ নিয়েই ভারতে ফিরবে।'

টেস্টে ভারতের হয়ে ৪০০ উইকেট  ও ৫০০০ রান রয়েছে কপিলের। বিশ্বকাপে ভারতের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে মঙ্গলবার তিনি বলেন, 'ভারতের এই দলটা দুর্দান্ত। খুব সহজে এটা হওয়া সম্ভব হয়নি। তার পিছনে প্রচুর পরিশ্রম লুকিয়ে রয়েছে। বিশ্বকাপে দল হিসেবে খেলুক আমাদের ছেলেরা। দেখতে হবে চোট-আঘাত যেন হঠাৎ ঘনিয়ে না আসে। এর সঙ্গে যদি ভাগ্যও সঙ্গে থাকে, তা হলে নিশ্চিত এবারও ভারত চ্যাম্পিয়ন হবে।'

মন্তব্য