kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

ধোনির ফ্যান সেই শিশুটি এখন একসঙ্গে মাঠের লড়াইয়ে

কালের কণ্ঠ অনলাইন   

২৩ এপ্রিল, ২০১৯ ২০:০৫ | পড়া যাবে ১ মিনিটেধোনির ফ্যান সেই শিশুটি এখন একসঙ্গে মাঠের লড়াইয়ে

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত সোমবার। ওই ম্যাচে দারুণ ইনিংস খেলে দিল্লিকে জিতিয়ে দিয়েছেন ঋষভ পন্থ। 

তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হচ্ছে রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগের ছবি ও ভিডিও। ১৭ বছর বয়সী রিয়ান পারাগ এখন রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন ।

তবে অন্য কারণে তিনি আলোচনায় এসেছেন। মাহেন্দ্র সিং ধোনির ভক্ত হিসেবে ১২ বছর আগে তার সঙ্গে ছবি তুলেছিলেন রিয়ান। ধোনির বিপক্ষ দলে খেলছেন সেই তিনিই। এই মুহূর্তে সেই ছবি ও ভিডিও প্রকাশ হওয়ার পর নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা