kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

বিশ্ব তারকাদের হৃদয়ে রক্তক্ষরণ

কালের কণ্ঠ অনলাইন   

২১ এপ্রিল, ২০১৯ ২১:১২ | পড়া যাবে ২ মিনিটেবিশ্ব তারকাদের হৃদয়ে রক্তক্ষরণ

গুরুতর আহত এক শিশুকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : এএফপি

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালনকালে শ্রীলঙ্কায় চার্চ ও হোটেলে বোমা হামলার ঘটনায় বিশ্ববাসীর সঙ্গে শোক-স্তব্ধ ক্রিকেট বিশ্বও। লঙ্কার রাজধানী কলম্বোতে আজ এই ন্যাক্কারজনক ঘটনায় দুই শতাধিক লোক নিহত ও বহু আহত হয়েছে। এমন জঙ্গি এবং বর্বর হামলার ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে ক্রিকেট বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন বিশ্বের তারকা খেলোয়াড়রা। 

'মি. ডিপেন্ডেবল' মুশফিকুর রহিম লিখেছেন, 'শ্রীলঙ্কার খবর আমাকে বিধ্বস্ত করেছে। এই ভয়াবহ হামলায় যে সকল ভাই-বোন হতাহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা আর প্রার্থনা। অবশ্যই সর্বশক্তিমান আল্লাহ আমাদের সাহায্য করবেন। শ্রীলঙ্কা, তোমরা একা নও।'

লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা লিখেছেন, 'আমি পুরোপুরি বিস্মিত ও ক্ষুব্ধ। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এমন বর্বর কর্মকান্ডের জন্য ঘৃণা জানানোর ভাষা আমার কাছে নেই। নিহত এবং আহতদের জন্য আমার হৃদয় ভেঙ্গে গেছে। যারা এসব বর্বর হামলার শিকার, তাদের সবার প্রতি প্রার্থনা করছি। তাদের সবার প্রতি আমার ভালোবাসা রইল।'

ইমরুল কায়েস লিখেছেন, 'প্রচণ্ড ধাক্কা খেয়েছি শ্রীলঙ্কার খবর শুনে। এই ধরণের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। হামলার শিকার মানুষগুলোর জন্য প্রার্থনা করছি। জীবনের এমন ভয়াবহ সময় কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহ তাদের শক্তি দিন।'

ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকার লিখেছেন, 'শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে হামলার ঘটনা শুনে আমি ক্ষুব্ধ এবং বিস্মিত। এমন সন্ত্রাসী হামলার জন্য ঘৃণা প্রকাশ করছি।'

টুইটারে ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, 'শ্রীলঙ্কায় বিস্ফোরণের ঘটনায় আমরা আতঙ্কিত। এমন বর্বর ঘটনায় আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।'

টেনিস সেনসেশন সানিয়া মির্জা লিখেছেন, 'পৃথিবীতে হচ্ছেটা কী! প্রার্থনা করি ঈশ্বর আমাদের সাহায্য করবেন।'

মন্তব্যসাতদিনের সেরা