kalerkantho

ক্রিকেটে আবারও সমকামী বিয়ের সানাই বাজল

কালের কণ্ঠ অনলাইন   

১৯ এপ্রিল, ২০১৯ ১৪:৫৭ | পড়া যাবে ২ মিনিটেক্রিকেটে আবারও সমকামী বিয়ের সানাই বাজল

নিউজিল্যান্ডের ক্রিকেটার হ্যালে জেনসেন আর অস্ট্রেলিয়ার নিকোলা হ্যানককের বিয়ের দৃশ্য। ছবি : ইন্টারনেট

ক্রিকেটাঙ্গনে আবারও সমকামী বিয়ের সানাই বেজেছে। নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার হ্যালে জেনসেন বিয়ে করলেন অস্ট্রেলিয়ার আরেক নারী ক্রিকেটার নিকোলা হ্যানকককে। গতকাল বৃহস্পতিবার এই বিয়ে সম্পন্ন হয়। তাদের বিয়ের খবর ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করেছে মেলবোর্ন স্টার্স।

নিউজিল্যান্ডের হয়ে ৮টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী জেনসেন। এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ নারী লিগে প্রথম দুই মৌসুম মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেছেন তিনি। পরের মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেন এই ডান-হাতি।অপরদিকে, অস্ট্রেলিয়ার হয়ে এখনো জাতীয় দলে খেলার সুযোগ পাননি হ্যানকক। তবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে টিম গ্রিনের হয়ে খেলে থাকেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর ও বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা রয়েছে ২৩ বছর বয়সী হ্যানককের।

এর আগে ক্রিকেট বিশ্বে সমলিঙ্গ বিয়ের ঘটনা আরও দুই বার ঘটেছে। গত বছর দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের অধিনায়ক ড্যান ভ্যান নাইকেক বিয়ে করেন তারই সতীর্থ অল-রাউন্ডার মারিজানে কাপেকে। এছাড়া একই বছর নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার অ্যামি স্যাটেরর্থওয়েট ও লি তাহুদু বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৩ সালের ১৯ আগস্ট থেকে নিউজিল্যান্ডে সমলিঙ্গ বিবাহ বৈধ ঘোষণা করা হয়।

মন্তব্য