মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি
বাংলাদেশ ক্রিকেট দলে সব সময়ই খুলনা বিভাগের আধিপত্য থাকে। বিশ্বকাপ ক্রিকেটের জন্য ঘোষিত স্কোয়াডেও সেই ধারবাহিকতা ধরে রাখল খুলনা বিভাগ।
বাংলাদেশ দলের ঘোষিত ১৫ সদস্যের দলে ৭ জনই খুলনা বিভাগের। সাতজনই তারকা ক্রিকেটার। এই সাত ক্রিকেটার হলেন- অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
এদের মধ্যে অধিনায়ক মাশরাফির গ্রামের বাড়ি নড়াইল। টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার ও পেস বোলার মোস্তাফিজুর রহমানের গ্রামের সাতক্ষীরায়। সহ-অধিনায়ক সাকিব আল হাসানের জন্মস্থান মাগুরা।
সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করা মিডল অর্ডার ব্যাটসম্যান কাম উইকেটরক্ষক মো. মিঠুনের জন্মস্থান কুষ্টিয়াতে। খুলনা জেলার ছেলে মেহেদী হাসান মিরাজ। আর পেসার রুবেল হোসেনের জন্মস্থান বাগেরহাটে।
মন্তব্য