kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

'ধোনি-কোহলি নন; গাঙ্গুলীই সেরা অধিনায়ক'

কালের কণ্ঠ অনলাইন   

১৫ এপ্রিল, ২০১৯ ১৮:২৮ | পড়া যাবে ২ মিনিটে'ধোনি-কোহলি নন; গাঙ্গুলীই সেরা অধিনায়ক'

ভারতকে দুটি বিশ্বকাপ জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্ব সারা বিশ্বের অধিনায়কদের কাছে আদর্শ। ধোনি পরবর্তী যুগে আগ্রাসী নেতৃত্বে ভারতকে একের পর এক জয় এনে দিচ্ছেন বিরাট কোহলি। কিন্তু এই দুজনের কাউকেই 'সেরা' বলতে রাজী নন ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ। তার কাছে শ্রেষ্ঠ অধিনায়ক একজনই- সৌরভ গাঙ্গুলী। কীভাবে দলের থেকে সেরাটা বের করে নিতেন সৌরভ, সেটাই শেবাগের কাছে আসল।

যে বাঙালির অধিনায়কত্বে বিশ্ব ক্রিকেটে একসময়ে ঝড় তুলে দিয়েছিলেন নজফগড়ের নবাব, সেই বঙ্গসন্তানকেই নেতৃত্বের শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিনি। শেবাগ বলেছেন, আগে সৌরভ, তার পরে আসবে ধোনি আর কোহলি। ভারতের শীর্ষ এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে সাবেক বিধ্বংসী এই ওপেনার বলেন, 'সৌরভ এমন একজন যিনি ম্যাচ ফিক্সিং পরবর্তী সময়ে দুর্দান্ত এক ক্রিকেট দল গড়তে সক্ষম হয়েছিলেন। যে পরিস্থিতিতে দাদা প্রায় নিজের হাতে দল তৈরি করেছিলেন, তাতে তার নেতৃত্বের স্বভাবজাত দিকই প্রতিফলিত হয়। সেই দলই ভারতের সাফল্যের রুটম্যাপ তৈরি করে দিয়েছিল।'

কীভাবে দলের থেকে সৌরভ সেরাটা বের আনতেন সৌরভ, সেটা উল্লেখ করে শেবাগ দেখিয়ে দিয়েছেন ধোনি-কোহলির অধিনায়কত্ব থেকে সৌরভের নেতৃত্বের পার্থক্য। শেবাগের ভাষায়, 'যখন আপনার দলে অনভিজ্ঞ ক্রিকেটারে পরিপূর্ণ, পুরোপুরি একট নতুন দলক এগিয়ে নেওয়র চ্যালেঞ্জ থাকে তখনই সুযোগ্য নেতৃত্বের প্রয়োজন হয়। ধোনি বা কোহলি যে দলকে সাফল্যের শীর্ষে নিয়ে গেছেন, সেই দলটি সৌরভ গাঙ্গুলীর হাতে গড়া।'

মন্তব্যসাতদিনের সেরা