kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

সৌম্য সরকারের বর্ষবরণ (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৪ এপ্রিল, ২০১৯ ১৮:২০ | পড়া যাবে ১ মিনিটেসৌম্য সরকারের বর্ষবরণ (ভিডিওসহ)

ছবি : সৌম্য সরকারের অফিসিয়াল ফেসবুক পেইজ

দেশ ও দেশের বাইরে উৎসবমুখর পরিবেশে ১৪২৬ বঙ্গাব্দকে বরণ করে নিচ্ছে বাঙালি জাতি। আজ পহেলা বৈশাখে রাজধানীর শাহবাগ-টিএসসি-চারুকলায় ঢল নেমেছিল লাখো মানুষের। সরকারী অনেক নিষেধাজ্ঞার মাঝেও নানা শ্রেণি পেশার মানুষ অশুভকে দূর করার প্রত্যয়ে বরণ করে নিয়েছে নতুন বছরকে।

ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নন। দেশের সব তারকা-মহাতারকারা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। জাতীয় দলের বিধ্বংসী ওপেনার সৌম্য সরকার তার নববর্ষ কাটিয়েছেন পরিবারের সান্নিধ্যে। ছোট্ট ভাতিজিকে নিয়ে তার বিভিন্ন পোজের ছবি রীতিমতো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল সাইটে। খাওয়া-দাওয়টাও কিন্তু খারাপ হয়নি।

ড্যাশিং এই ওপেনার চলতি ঢাকা প্রিমিয়ার লিগে রানের দেখা পেলেও ইনিংস বড় করতে পারছিলেন না। থিতু হয়ে আউট হয়ে যাচ্ছিলেন। তারপরেও ইংল্যান্ড বিশ্বকাপের দলে তার জায়গা একরকম পাকা হয়ে গেছে। তিন অথবা সাতে ব্যাট হাতে দেখা যেতে পারে তাকে। সঙ্গে তার মিডিয়াম পেসটাও কাজে লাগবে। নতুন বছরে কমেন্টবক্সে ভক্তরা তাই চেয়েছেন ২০১৫ সালের সেই ভয়ংকর সৌম্যকে ফিরে পেতে।

নিচের ভিডিওতে দেখে নিন সৌম্য সরকারের বর্ষবরণের মুহূর্ত :

মন্তব্যসাতদিনের সেরা