kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

মাদ্রিদ নাকি ইউনাইটেড? দোটনায় পগবা

কালের কণ্ঠ অনলাইন   

১৩ এপ্রিল, ২০১৯ ১৯:৫৯ | পড়া যাবে ২ মিনিটেমাদ্রিদ নাকি ইউনাইটেড? দোটনায় পগবা

লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাথে যোগাযোগের গুঞ্জন শোনা গেলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাথেই পল পগবার ভবিষ্যত জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন কোচ ওলে গানার সুলশার। গত মাসে জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদে ফেরার পর পগবা মন্তব্য করেছিলেন, সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা সবসময়ই তার স্বপ্ন ছিল। যে কারণে স্প্যানিশ জায়ান্ট দলটিতে পগবার যাওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়। অন্যদিকে তাকে দলে নিতে স্বয়ং জিদান আগ্রহ প্রকাশ করলে গুঞ্জন জোরালো হয়। ২০১৬ সালে জুভেন্টাস থেকে ইউনাইটেডে যোগ দেবার সময়ই পগবার উপর চোখ পড়েছিল জিদানের।

এদিকে ইউনাইটেড ম্যানেজার সুলশার বলেছেন সব ধরনের গুঞ্জন সত্বেও ক্লাবের সাথে পগবার চুক্তির শর্ত আছে। এখানে গণমাধ্যম, দলবদল, গুঞ্জন অনেক বিষয়ই সামনে আসতে পারে। কিন্তু সব কিছুকে পিছনে ফেলে পগবার সাথে গঠনমূলক আলোচনার বিষয়টি স্বীকার করেছেন সুলশার।

এ সম্পর্কে সুলশার বলেন, 'যখন তার সাথে কথা হয়েছে তার মধ্যে নেতিবাচক কিছু দেখিনি। সে শুধুমাত্র খেলায় মনোনিবেশ করেছে এবং নিজের সেরাটা দেয়ার চেষ্টা করছে। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমি তার জন্য গর্বিত। বার্সেলোনার প্রথম লেগে পরাজয়ের ম্যাচটিতে ১৫ মিনিট পর সবাইকে ছাপিয়ে আমার পগবার ওপর বিশ্বাস ছিল। ওই সময় সে দলকে দারুণভাবে সামাল দিয়েছে। বিশেষ করে প্রথমার্ধটা তার জন্যই আমরা রক্ষা পেয়েছি। যদিও শেষ পর্যন্ত আর ম্যাচটা ধরে রাখা যায়নি। শারিরীক ভাবেই ম্যাচটিতে সে নিজেকে ফিট প্রমান করেছে।'

এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ইউনাইটেডের হয়ে পগবা ১৪টি গোল করেছেন। এর মধ্যে প্রিমিয়ার লিগে করেছেন ১১টি গোল এবং ৯টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে।

মন্তব্যসাতদিনের সেরা