kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

রোহিতের গান শুনে মুগ্ধ অমিতাভ (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০১৯ ১৭:০৭ | পড়া যাবে ১ মিনিটেরোহিতের গান শুনে মুগ্ধ অমিতাভ (ভিডিওসহ)

ছবি : টুইটার

গত জানুয়ারিতে রোহিত শর্মা যখন জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে, তখন ভারতে থাকা তার স্ত্রী রীতিকা জন্ম দিয়েছিলেন ফুটফুটে কন্যা সন্তানের। সুখবর পেয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছিলেন রোহিত। এর পর কন্যা সামাইরার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতের হিট ম্যান। রোহিতের মেয়ের সেই সব ছবি দেখতে ভক্তদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো।

সম্প্রতি মেয়ের সঙ্গে সময় কাটানোর ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন রোহিত শর্মা। পোস্টের পরই ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে গান শোনাচ্ছেন রোহিত শর্মা। রণবীর সিংয়ের জনপ্রিয় ছবির 'গাল্লিবয়'-এর গান গাইছেন তিনি। খেলার ফাঁকে মেয়েকে সময় দেওয়ার প্রশংসাও করেছেন নেটিজেনরা। গান গাওয়ার জন্যও তিনি প্রশংসিত হয়েছেন।

বহু বিশিষ্ট ব্যক্তি কমেন্ট করেছেন রোহিতের এই ভিডিও পোস্টে। সেই তালিকায় রয়েছে অমিতাভ বচ্চনের মতো সেলিব্রিটিও। বলিউডের এই মহাতারকা রোহিত আর তার কন্যার ভিডিও দেখে বেশ মজাই পেয়েছেন। ভিডিওর কমেন্টে তিনি লিখেছেন, 'টু কিউট'।

দেখুন সেই ভিডিও :

মন্তব্যসাতদিনের সেরা