kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

বুমরাহর চোট কতটা গুরুতর?

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০১৯ ১৫:৫০ | পড়া যাবে ১ মিনিটেবুমরাহর চোট কতটা গুরুতর?

গত রবিবার নিজেদের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল মুম্বাই। ওই ম্যাচের শেষ ওভারের শেষ বল ডেলিভারি করে ফিল্ডিং করতে গিয়ে বাঁ-কাঁধে আঘাত পান বুমরাহ। সাথে সাথে মাঠে পড়ে যান তিনি। তখনই তাকে ক্রিজেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে তখনও জানা যায়নি, বুমরাহর আঘাত কতটা গুরুতর।

বুমরাহর ইনজুরি ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য বড় ধাক্কা। কারণ ভারতের পেস আক্রমনের অন্যতম ভরসা তিনি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারতের প্রধান অস্ত্র বুমরাহই এরপর মুম্বাইয়ের হয়ে আর ব্যাট হাতে নামেননি বুমরাহ। তাতেই তার ইনজুরি নিয়ে আশঙ্কা বাড়ে। তবে ডান-হাতি পেসারকে নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্স।

সোমবার এক বিবৃতিতে মুম্বাই ইন্ডিয়ান্স জানায়, 'আগের চেয়ে ভাল আছেন বুমরাহ। বাঁ-হাত নাড়াচাড়া করতে পারছেন। তিনি কোনো ব্যথা অনুভব করছেন না। তবে আগামী বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে বুমরাহ খেলবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।'

মন্তব্যসাতদিনের সেরা