kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

পাকিস্তান দলে 'বিশ্রামে পাঠানো' চলছেই

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৯ ১৬:৩৩ | পড়া যাবে ১ মিনিটেপাকিস্তান দলে 'বিশ্রামে পাঠানো' চলছেই

অস্ট্রেলিয়ার কাছে টানা দুই ম্যাচ হার এবং ব্যাপক সমালোচনার পরেও ক্রিকেটারদের বিশ্রামে পাঠানো অব্যাহত রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ তিন ওয়ানডে ম্যাচের জন্য ডান-হাতি পেসার ফাহিম আশরাফকে বিশ্রাম দেওয়া হয়েছে। গতরাতে শারজায় দ্বিতীয় ওয়ানডে শেষে এই তথ্য প্রকাশ করে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করেই ফাহিমকে বিশ্রাম দিয়েছে পাকিস্তান। তবে ফাহিমের পরিবর্তে অন্য কাউকে দলে নেয়নি পাকিস্তান। কারন দলে ৫ জন পেসার রয়েছে। এরা হলেন- মোহাম্মদ আমির, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন ও উসমান খান শিনওয়ারি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে আশানুরুপ কিছুই করতে পারেননি ২৫ বছর বয়সী ফাহিম। দুই ম্যাচে ব্যাট হাতে ৪২ রান ও ৯৫ রানে ১ উইকেট নেন তিনি। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৪ টেস্টে ১১, ২০ ওয়ানডেতে ১৯ ও ২৫টি টি-টোয়েন্টিতে ২৪ উইকেট নেন ফাহিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই হেরেছে পাকিস্তান। 

মন্তব্যসাতদিনের সেরা