kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

আবারও অপবাদ জুটল মেসির কপালে‍‍!

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০১৯ ২০:২১ | পড়া যাবে ২ মিনিটেআবারও অপবাদ জুটল মেসির কপালে‍‍!

ছবি : এএফপি

ফুটবলবিশ্বে একটা কথা যেন চিরন্তন সত্য হয়ে গেছে যে- মেসি শুধু বার্সেলোনার সুপারস্টার; জাতীয় দলের হয়ে তিনি ভালো খেলতে পারেন না! ক্যারিয়ার শুরু হওয়ার পর থেকে এই অপবাদ মেসির সঙ্গে ছায়ার মতো লেগে আছে। শনিবার ভেনিজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ৩-১ গোলে পরাজয়ের পর যথারীতি শুরু হয়েছে মেসিকে দোষারোপ। বিশ্বকাপের পর এটাই ছিল জাতীয় দলের হয়ে মেসির প্রথম ম্যাচ। অনাকাঙ্খিত পরাজের পর মেসির সমালোচনা করলেন ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক ড্যানিয়েল প্যাসারেলা। 

ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার ড্যানিয়েল প্যাসারেলার অবশ্য মেসির ফুটবল দক্ষতা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু জাতীয় দলকে মেসি কতটুকু উজার করে দিচ্ছেন; সেখানেই প্রশ্ন তার। প্যাসারেলা বলেছেন, 'কোনো সন্দেহ নেই যে, সে একজন অসাধারণ খেলোয়াড়। সে দলকে অনেক কিছু দিতে পারে। কিন্তু এটাও সত্যি কথা, সে যখন বার্সেলোনার হয়ে খেলে তখন ওর হাবভাবই অন্যরকম থাকে। সে ওই জার্সি গায়েই ভালো খেলে।'

তিনি আরও বলেছেন, 'কখনো কখনো এমন হয় যে, আপনি একটা দলের হয়ে ভালো খেলেন, তারাও আপনাকে ভালোবাসে। কিন্তু কোনো দলের হয়ে খেলার সময় সবকিছু মনমতো না হলে ভালো খেলা যায় না। আমি জানি না বিষয়টা আসলে কী, কিন্তু আমার মনে হয় ভালো খেলার জন্য আগ্রহটা মন থেকে আসতে হয়। খেলাটা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়।'

মন্তব্যসাতদিনের সেরা