মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি
ফাইল ছবি
জীবনের ৩১টি বসন্ত পার করে ৩২ বছরে পা দিয়েছেন সাকিব আল হাসান। তবে আইপিএল খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের এই টেস্ট ও টি-টুয়েন্টির অধিনায়ক। তাই এবারের জন্মদিনটা তিনি কাটাবেন মাঠে, ব্যাট-বলের লড়াইয়ে।
আজ রবিবার চলতি মৌসুমের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। এ ম্যাচে সাকিব খেলবেন কি-না তা জানা যাবে ম্যাচ শুরুর সময়েই। তবে সাকিব খেলুক বা না খেলুক, তার জন্মদিনে জয় উপহার দেয়ার কথাই জানিয়েছে হায়দরাবাদ কর্তৃপক্ষ।
সানরাইজার্স হায়দরাবাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে- ‘সাকিব আল হাসানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। জন্মদিন উদযাপনের জন্য কী অসাধারণ এক দিন এটি। সাকিবের জন্য সবচেয়ে সেরা উপহার কী হবে তা আপনারা জানেন, তাই নয় অরেঞ্জ আর্মি?’
জানা গেছে, এখন পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে তিনি ৭৩৭ রান করেছেন। আর বল হাতে সাকিব নিয়েছেন ৫৭টি উইকেট।
মন্তব্য