kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

আইপিএলে আজ ধোনি-কোহলি 'এল ক্ল্যাসিকো'

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০১৯ ১৭:১৬ | পড়া যাবে ২ মিনিটেআইপিএলে আজ ধোনি-কোহলি 'এল ক্ল্যাসিকো'

আইপিএলের ‘এল ক্লাসিকো’ বলতে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যাচকেই বোঝানো হয়। এই লড়াইয়ে মুখোমুখি ভারতের জাতীয় দলের সাবেক আর বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। এমন লোভনীয় ডুয়েল তো সহজে দেখা যায় না। চেন্নাইয়ে আইপিএলের প্রথম ম্যাচেই সে সুযোগ দর্শকদের সামনে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হতে চলা উদ্বোধনী ম্যাচ জিতে দুই দলই ভালো শুরু করতে উন্মুখ হয়ে আছে। 

৫ বছর ধোনিদের বিপক্ষে জয়ের মুখ দেখেনি কোহলিরা। আইপিএলের প্রথম সংস্করণে কেবল চেন্নাইয়ের বিপক্ষে জিতেছিল ব্যাঙ্গালুরু। শেষ এক দশক চেন্নাইয়ে জয় অধরা কোহলিদের। এম চিদাম্বরম স্টেডিয়ামে ৭টি ম্যাচে মাত্র ১টিতে জয় পয়েছে ব্যাঙ্গালুরু। আইপিএলে সাফল্যের পরিসংখ্যানেও কোহলিদের থেকে বহুগুণ এগিয়ে ধোনি। তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। অন্যদিকে ৩ বার ফাইনালে উঠলেও এখনও পর্যন্ত আইপিএল ট্রফির স্বাদ পায়নি ব্যাঙ্গালুরু।

চেন্নাইয়ে ধোনিদের সমর্থনে গলা ফাটাবে পুরো স্টেডিয়াম। ধোনি-রায়নাদের অনুশীলন দেখতেই গ্যালারিতে প্রতিদিন আসতেন প্রায় ১২ হাজার সমর্থক। যাদের অনেকেই ম্যাচের প্রথম বল থেকে ধোনিদের জন্য সমর্থন দেবেন। উদ্বোধনী অনুষ্ঠান না হলেও বাইশ গজে ধোনি-কোহলিের লড়াই ঘিরে বাড়তি উন্মাদনা নিয়ে শুরু হতে চলেছে দ্বাদশ আইপিএল।

দুই দলের 'ইউএসপি' হলেন দুই ক্যাপ্টেন। একে অপরের বিপক্ষে দলের সেরা ব্যাটসম্যানও তারা। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রয়্যাল ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি (৭৩২) রান রয়েছে কোহলি কোহলির। এর মধ্যে ১২ বার ৩০ রানের বেশি করেছেন কোহলি। আর ব্যাঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের সেরা ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। সবচেয়ে বেশি ৭১০ রান এসেছে ক্যাপ্টেন কুল এর ব্যাট থেকে।

মন্তব্যসাতদিনের সেরা