kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চে মুখোমুখি অস্ট্রেলিয়া-পাকিস্তান

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৯ ২১:৫৭ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বকাপ প্রস্তুতির মঞ্চে মুখোমুখি অস্ট্রেলিয়া-পাকিস্তান

ছবি : এএফপি

আগামী মে মাসে ইংল্যান্ড এন্ড ওয়েলসে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। সম্মানজনক এই আসরকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ পাচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। শুক্রবার থেকে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল। বিশ্বকাপের আগে উভয় দলই চায় শেষ প্রস্তুতিতে সাফল্য পেতে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আগামীকাল বিকেল ৫টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।

গত মাসে ভারতের মাটিতে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়ে দারুণ চমক দেখায় অস্ট্রেলিয়া! এরপর ওয়ানডেতে প্রথম দুই ম্যাচ হারের পর সিরিজ জিতে আরও বড় চমক উপহার দেয়! শেষ ৩ ওয়ানডে জিতে ৩-২ ব্যবধানে সিরিজ ছিনিয়ে নিয়ে ভারতকে স্তব্ধ করে দেয় অ্যারন ফিঞ্চ বাহিনী। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার এভাবে সিরিজ জয় আসন্ন বিশ্বকাপ নিয়ে কিছুটা হলেও দুঃশ্চিন্তা দূর করেছে সবচেয়ে বেশিবার বিশ্বজয়ীদের। তাই অনেকটা নির্ভার হয়ে বিশ্বকাপ প্রস্তুতির শেষ সিরিজ হিসেবে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামছে অ্যারন ফিঞ্চের দল।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, 'ভারতের বিপক্ষে সিরিজটি আমাদের আত্মবিশ্বাস অনেকে বাড়িয়ে দিয়েছে। এভাবে সিরিজ জয় চিন্তারও বাইরে ছিল। তবে দলের উপর আত্মবিশ্বাস ছিল আমার। সবাই খুব দুর্দান্ত খেলেছে। আশা করছি পাকিস্তানের বিপক্ষেও ভালো কিছুই হবে।'

গত বছর মাত্র ১টি ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। চলতি বছরও দক্ষিণ আফ্রিকার মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হেরে অজিদের মুখোমুখি হচ্ছে তারা।  বিশ্বকাপের আগে শেষ সিরিজে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নেয়ার ইঙ্গিত দিলেন পাকিস্তানের অস্থায়ী অধিনায়ক শোয়েব মালিক, 'বিশ্বকাপের আগে এটা শেষ সিরিজ। নিঃসন্দেহে আমাদের জন্য বড় পরীক্ষা। নিজেদের ভুলগুলো শুধরে বিশ্বকাপের জন্য তৈরি হওয়ার দারুণ সুযোগ। এই দল নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করতে আমরা প্রস্তুত। তবে লড়াইটা সহজ হবে না।'

মন্তব্যসাতদিনের সেরা