kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

কোহলির পর্যায়ে যেতে পারি : বাটলার

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৯ ১৯:৪২ | পড়া যাবে ২ মিনিটেকোহলির পর্যায়ে যেতে পারি : বাটলার

উইকেটের পেছনে থেকে কোহলির অনেক দারুণ ইনিংসের সাক্ষী বাটলার। ছবি : ইন্টারনেট

বর্তমানে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার। ক্রিকেট জানে-বোঝে কিংবা খবরাখবর রাখেন এমন কেউ হয়তো দ্বিমত করবেন না যে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান এবং খেলাটির সর্বকালের সেরাদের একজন। কিন্তু এখানে কোহলি প্রসঙ্গ কেন? কারণ ইংলিশ তারকা বাটলার বিশ্বাস করেন, তিনি নিজেকে বিরাট কোহলির পর্যায়ে নিতে পারেন।

অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি দিনে দিনে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড ভাঙা তার কাছে সময়ের ব্যাপার। সেই সঙ্গে অনেকেই মনে করছেন, বিশ্বের সব ব্যাটিং রেকর্ড ভেঙ্গে ফেলাই যেন কোহলির মিশন। বিশ্বের অনেক খেলোয়াড়ই তার সমান হতে চাইবে তাতে বিস্ময়ের কিছু নেই।এর ব্যতিক্রম নন ইংল্যান্ড তারকা জস বাটলারও।

ইংল্যান্ডের এই উইকেটকিপার ব্যাটসম্যানের বিশ্বাস তিনি বিরাট কোহলির সম পর্যায়ে পৌঁছনোর সক্ষমতা তার রয়েছে। ডেইলি মেইল ডট কমকে জস বাটলার বলেন, 'আমি জানি অন্য পর্যায়ে আমি যেতে পারি।'

বাটলার আরও বলেন, 'আপনি নিজেকে শীর্ষস্থানটিতে কেন দেখতে চাইবেন না? যেমন কোহলি প্রতি ম্যাচেই সেঞ্চুরি করছেন। এ জন্য উইকেটে এসে তার থিতু হওয়ার প্রয়োজন হয় না। তিনি যেন এটাকে সহজাত করে ফেলেছেন! সবকিছু ঠিক থাকলে কোনো এক সময় আমিও শীর্ষ স্থানটিতে থাকব। প্রতিদিনই সেটা চেষ্টা করব- এমন মানসিকতা নিয়েই খেলছি।'

মন্তব্যসাতদিনের সেরা