kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

আজ রাতে ভুলের পুনরাবৃত্তি চান না বার্সা কোচ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৯ ১৬:২৮ | পড়া যাবে ২ মিনিটেআজ রাতে ভুলের পুনরাবৃত্তি চান না বার্সা কোচ

বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভেরদে। ছবি : এএফপি

গত বছরের নভেম্বরে কাম্প ন্যুতে রিয়াল বেতিসের কাছে ৪-৩ গোলে হেরে বিস্ময় জাগিয়েছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। চলতি লিগে সেটি ছিল বার্সেলোনার দ্বিতীয় হার। এরপর আসরে আর কোনো হারের মুখ দেখেনি ভালভেরদের দল। আজ রবিবার রাতে বেতিসের মাঠে ফিরতি লড়াইয়ের আগে তাই দলকে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার তাগিদ দিয়েছেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভের্দে।

রবিবার বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে বেতিসের মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। এই ম্যাচ জিতে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান জানিয়ে ভালভের্দে বলেন, 'বেতিস কেমন দল তা আমরা জানি। তারা আমাদের কি কি করতে বাধ্য করে এবং কি কি করতে দেয় না তাও আমরা জানি। মৌসুমের শুরুর দিকে প্রথম লড়াইয়ে আমরা ভীষণ চাপে ভুগছিলাম। চলতি মৌসুমে ঘরের মাঠে ওই একটি ম্যাচই আমরা হেরেছি।'

২৭ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা কোচ আরও বলেন, '৩ পয়েন্ট পাওয়াটা খুব খুব গুরুত্বপূর্ণ হবে। তারা কেমন দল তা আমরা জানি। আমাদের বিপক্ষে তাদের কী চাওয়া থাকবে তাও আমরা জানি। আমি নিশ্চিত যে শেষ দেখায় বেতিস যেমন খেলেছিল, এবারও ঠিক সেভাবেই খেলবে। তবে আমাদের ভুল করার কোনো সুযোগ নেই। পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাই।'

মন্তব্যসাতদিনের সেরা