kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

দেশের পথে টাইগাররা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মার্চ, ২০১৯ ০৮:৪৫ | পড়া যাবে ১ মিনিটেদেশের পথে টাইগাররা

ছবি অনলাইন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডের সঙ্গে শেষ টেস্ট বাতিল হওয়ার পর দেশের পথে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজিল্যান্ডের স্থানীয় সময় আজ শনিবার দুপুরে দেশের উদ্দেশে নিউজিল্যান্ড ছেড়েছে টাইগাররা। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে তারা ঢাকায় পা রাখবে।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে গতকাল শুক্রবার টেস্টের ভেন্যু হ্যাগলি ওভালের পাশের যে মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা, সেখানেই প্রথম সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায় আজকের টেস্ট বাতিল হয়ে যায়।

মন্তব্যসাতদিনের সেরা