kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১       

তামিমের বিস্ময়কর ক্যাচ! (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:১৯ | পড়া যাবে ২ মিনিটেতামিমের বিস্ময়কর ক্যাচ! (ভিডিওসহ)

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে আজ দারুণ একটা ক্যাচ নিয়ে আলোচনায় তামিম ইকবাল। সীমানার ভেতর-বাইরে করে নেওয়া সেই ক্যাচে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু পায় বাংলাদেশ। ফিরে যান আগের দুই ম্যাচের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিল। ক্যারিয়ারের প্রথমদিকে ফিল্ডিং নিয়ে বেশ সমালোচিত তামিম ইকবালকে আজ নতুন রূপেই দেখা গেল।

নিউজিল্যান্ডের ইনিংসের ১২তম ওভার সেটি। শেষ বলটি ডেলিভারি করলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তরুণ পেসারের বলে সপাটে ব্যাট চালালেন গাপটিল। বল বাতাসে ভেসে চলে গেল লং অনে। সেখানে সীমানার ওপর দাঁড়িয়ে ছিলেন তামিম ইকবাল। বলটি তালুবন্দী করে নিজের শরীরের ব্যালেন্স রাখতে পারেননি। তবে সীমানার বাইরে যাওয়ার আগে বল ছুড়ে দেন বাতাসে।

ব্যালেন্স সামলে আবারও সীমানার ভেতরে এসে বলটি মাটিতে পড়ার আগেই লুফে নেন তামিম। তার এমন অসাধারণ ক্যাচে পরিণত হয়ে অবশেষে মাঠ ছাড়েন ফর্মের তুঙ্গে থাকা গাপটিল। দুর্দান্ত ক্যাচ নিলেও কিউদের রানের গতি যেমন আটকানো যায়নি; তেমনি ব্যাট হাতে আজ 'ডাক' মেরেই ফিরেছেন তামিম। কিউদের দেওয়া ৩৩১ রানের টার্গেট তাড়ায় নেমে ৬১ রানেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

ভিডিও দেখুন এই লিংকে

মন্তব্যসাতদিনের সেরা