kalerkantho

'বেবিসিটিং' নিয়ে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়ার সাবেকরা

কালের কণ্ঠ অনলাইন   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:২১ | পড়া যাবে ২ মিনিটে'বেবিসিটিং' নিয়ে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়ার সাবেকরা

স্টার স্পোর্টসের সেই বিজ্ঞাপনের একটি দৃশ্য। ছবি : ভিডিও থেকে

বিতর্কের সূচনা করেছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। ঘরের মাঠে টেস্ট সিরিজে ভারতের কিপার ঋষভ পন্থকে 'বেবিসিটিং' করতে বলেছিলেন অজি দলনায়ক। এরপর থেকেই নানা ঘটনার পর বিষয়টা হালকা হলেও ভারতের একটি টিভি বিজ্ঞাপন নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। এই বিতর্কে যোগ দিয়েছেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা। যার সর্বশেষ সংযোজন সাবেক অজি ওপেনার ম্যাথু হেইডেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট এবং ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বিরাট কোহলির দল। এবার অজিদের পালা ভারত সফরের। সেই সফর সামনে রেখে ভারতের একটি টিভি চ্যানেল বিজ্ঞাপন বানিয়েছে। যাতে দেখা যাচ্ছে, দুই কোলে অস্ট্রেলিয়ার জার্সি পরা দুই বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ। এছাড়া ব্যাট, বল, গ্লাভস, উইকেট নিয়ে ছুটোছুটি করে বেড়ানো অস্ট্রেলিয়ার জার্সি পরা একদল বাচ্চাকেও সামলাতে দেখা যায় তাকে।

 স্টার স্পোর্টসের ওই বিজ্ঞাপনে দেখা যায়, বাচ্চার হিসুতে শেবাগের প্যান্ট ভিজে যাচ্ছে। শেবাগ বলেন, 'ওই দেশে সবাই বলেছিল আমরা বেবিসিটিং করাব কিনা? আমরা বলেছিলাম, সবাই মিলে চলে এসো, করাব।'

কিন্তু মজার এই বিজ্ঞাপনের প্রেক্ষিতে এবার ভারতীয় দল ও শেবাগকে সাবধান করে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক বিধ্বংসী ওপেনার ম্যাথু হেইডেন। শেবাগের উদ্দেশ্যে টুইট করে তিনি বলেছেন, 'অস্ট্রেলিয়াকে কখনোই হালকা ভাবে নিও না। ওদেরকে নিয়ে মজা করতে যেও না। মনে রেখ, কারা সব থেকে বেশিবার বিশ্বকাপকে 'বেবিসিটিং' করিয়েছে।'

মন্তব্যসাতদিনের সেরা