kalerkantho

কীভাবে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ?

কালের কণ্ঠ অনলাইন   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:৫৪ | পড়া যাবে ২ মিনিটেকীভাবে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ?

রাত পোহালেই শুরু হচ্ছে টাইগারদের নিউজিল্যান্ড মিশন। ১৩ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় নেপিয়ারে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। টাইগারদের জন্য এটাই চলতি বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এই একটি মাত্র ম্যাচই সকাল ৭টায় শুরু হবে। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ এবং টেস্ট সিরিজের ৩ ম্যাচ  শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

বাংলাদেশের একমাত্র চ্যানেল হিসেবে সরাসরি খেলা সম্প্রচার করবে চ্যানেল নাইন। 'সূয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে...' ছোটবেলার ছড়াটির মতো বাংলাদেশ-নিউজিল্যান্ড আসন্ন সিরিজটি দেখতে হলে মায়ের বকুনি খেতেই হবে। কারণ ম্যাচগুলো যখন শুরু হবে বাংলাদেশে তখন ভোর। তাই উঠতে হবে সূয্যিমামা জাগার আগেই। সুতরাং, সূচি দেখে নিন আর মাকে ম্যানেজ করার চেষ্টা করতে থাকুন :

তারিখ

বার

ম্যাচ

ভেন্যু

বাংলাদেশ সময়

১৩ ফেব্রুয়ারি

বুধবার

১ম ওয়ানডে

নেপিয়ার

সকাল ০৭:০০

১৬ ফেব্রুয়ারি

শনিবার

২য় ওয়ানডে

ক্রাইস্টচার্চ

ভোর ৪:০০

২০ ফেব্রুয়ারি

বুধবার

৩য় ওয়ানডে

ডানোডিন

ভোর ৪:০০

 

২৮ ফেব্রুয়ারি -০৪ মার্চ

বৃহস্পতিবার

১ম টেস্ট

হ্যামিল্টন

ভোর ৪:০০

০৮ মার্চ - ১২ মার্চ

শুক্রবার

দ্বিতীয় টেস্ট

ওয়েলিংটন

ভোর ৪:০০

১৬ মার্চ - ২০ মার্চ

শনিবার

তৃতীয় টেস্ট

ক্রাইস্টচার্চ

ভোর ৪:০০

মন্তব্যসাতদিনের সেরা