kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

অবসর নিয়ে ধোনিকে কিছু বলতে চান না নির্বাচকরা

কালের কণ্ঠ অনলাইন   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৫২ | পড়া যাবে ২ মিনিটেঅবসর নিয়ে ধোনিকে কিছু বলতে চান না নির্বাচকরা

মহেন্দ্র সিং যতই ভালো খেলুন না কেন, ভারতের ক্রিকেটাঙ্গনের একটা অংশ তার পেছনে লেগেই থাকে। আর কতদিন খেলবেন তিনি, কবে অবসর নেবেন, এখনও কেন তাকে দল নেওয়া হচ্ছে- ইত্যাদি বিষয়ে চর্চা করতে করতে তাদের ঘুম হারাম  হয়ে যায়। কিন্তু সমালোচকেরা যতটা আগাম ভেবে ফেলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু ততটাও ভাবছে না। দেশটির নির্বাচকেরা ধোনির অবসর নিয়ে কোনো কথাই বলতে রাজী নন।

মোটামুটি ধরে নেওয়া হয়েছে যে, আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের পরেই ক্রিকেটকে বিদায় জানাবেন 'ক্যাপ্টেন কুল'। আসলেই কি তাই? এমন প্রশ্নের জবাবে অবশ্য ভারতের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের আগে এ ব্যাপারে ধোনির সঙ্গে তিনি কোনো কথাই বলবেন না। কেন বলবেন না তার ব্যখ্যা দিয়ে তিনি বলেন, 'আমরা কেউই তার সঙ্গে অবসরের বিষয়টি নিয়ে কথা বলিনি। বিশ্বকাপের মতো একটা বড় টুর্নামেন্টের আগে এসব ব্যাপারে আলাপ-আলোচনাটা ঠিকও নয়।'

ধোনির বিশ্বকাপে খেলা নিয়ে অনেকে প্রশ্ন তুললেও কোনো আপত্তি নেই প্রধান নির্বাচকের। তিনি আরও বলেছেন, 'অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে আমি তার ব্যাটিং নিয়ে সন্তুষ্ট। বিশ্বকাপের আগে আইপিএল হওয়াতে ধোনির জন্য সুবিধা হবে। সে আইপিএলের বড় বড় ম্যাচ খেলে নিজেকে তৈরি করতে পারবে। এটা তার ব্যাটিংয়ের জন্যও ভালো হবে। আমি মনে করি ধোনি যত ম্যাচ খেলবে, সেগুলো তাকে উপকৃত করবে।'

মন্তব্যসাতদিনের সেরা