kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

প্লেনে ঝাঁকুনির ভয় মাশরাফি-তামিমের!

কালের কণ্ঠ অনলাইন   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:০৭ | পড়া যাবে ১ মিনিটেপ্লেনে ঝাঁকুনির ভয় মাশরাফি-তামিমের!

ফাইল ছবি

নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে নেপিয়ারে দুইটি পথে যাওয়া যাবে। প্রথমটি প্লেনে করে, সময় লাগবে মাত্র এক ঘন্টা এবং দ্বিতীয়টি সড়ক পথে, সময় লাগবে ছয় ঘন্টা। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের দুই সিনিয়র তারকা মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল ছোট প্লেনের ঝাঁকুনি অপছন্দ করেন, ভয়ও লাগে কিছুটা। তাই নেপিয়ারে যেতে দীর্ঘ সড়কযাত্রাই বেছে নিলেন তারা।

জানা গেছে, অকল্যান্ড থেকে নেপিয়ারে যাওয়ার জন্য বড় প্লেনের ব্যবস্থা নেই। এর মধ্যে দেশটিতে প্রচণ্ড বাতাস সব সময়ই লক্ষ্য করা যায়। এর ফলে ছোট প্লেনগুলোতে বেশ ঝাঁকুনি হয়। এই ঝাঁকুনিটাই অপছন্দ করেন মাশরাফি ও তামিম। 

এ ব্যাপারে বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডস স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘দলের দুইজন খেলোয়াড় আছে এমন। একজন তো ছোট প্লেনে কখনোই খুশি না। আসলে এখানে প্রতিটি সফরকারী দলে এমন কাউকে পাওয়া যাবে যে এই ধরনের ফ্লাইট পছন্দ করবে না।’

মন্তব্যসাতদিনের সেরা