kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

কালের কণ্ঠ অনলাইন   

৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:২০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

ছবি : টুইটার

বিপিএল শেষ হতে না হতেই জাতীয় দলের ক্রিকেটাররা প্রস্তুত হচ্ছে নিউজিল্যান্ড সফরের জন্য। ১৩ ফেব্রুয়ারি থেকে নেপিয়ারে শুরু হবে প্রথম ওয়ানডে। ইতোমধ্যেই দলের একাংশ উড়ে গেছে নিউজিল্যান্ড। বাকী সদস্যদের আজ যাওয়ার কথা রয়েছে। ওয়ানডে সিরিজ সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যন্ড। দলে ফিরেছেন মারকুটে ব্যাটসম্যান মার্টিন গাপটিল।

ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে চোটে পড়েছিলেন গাপটিল। সিরিজে অধিনায়কত্বেও থাকছে পরিবর্তন। প্রথম দুই ম্যাচে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তৃতীয় ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে তাকে। সিরিজের শেষ ম্যাচে উইলিয়ামসনের অনুপস্থিতিতে নেতৃত্বের ভার থাকবে টম ল্যাথামের কাঁধে। পেস আক্রমণে আছেন সেই বিপজ্জনক চতুষ্টয় টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন এবং ম্যাট হেনরি।

নিউজিল্যান্ড ওয়ানডে দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডে গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, জিমি নিশাম, হেনরি নিকোলস, রস টেলর, মিচেল স্যান্টানার ও টিম সাউদি।

মন্তব্যসাতদিনের সেরা