kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

মেসিকে ছাড়া অভ্যস্ত হয়ে উঠছে বার্সেলোনা!

কালের কণ্ঠ অনলাইন   

৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৫৯ | পড়া যাবে ২ মিনিটেমেসিকে ছাড়া অভ্যস্ত হয়ে উঠছে বার্সেলোনা!

ছবি : এএফপি

বয়স হয়ে গেছে ৩১; আর খুব বেশিদিন বার্সেলোনাকে সার্ভিস দিতে পারবেন না আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার বিকল্প খোঁজা বোকামি হলেও তাকে ছাড়া একদিন খেলতে তো হবেই দলকে। প্রশ্নটা উঠতে শুরু করেছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে বুধবার বার্সেলোনার কোপা দেল রে ম্যাচের পর। কেন মেসিকে রিজার্ভ বেঞ্চে রাখলেন আর্নেস্তো ভালভার্দে? মেসির ফিটনেসের জন্যই এই সিদ্ধান্ত, নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে?

একটি জার্মান পত্রিকার মতে, মেসিকে এই ম্যাচে পরে নামানোটা আসলে বার্সেলোনার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। স্প্যানিশ ক্লাব মেসির পরবর্তী সময়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই সংবাদ প্রকাশিত হওয়ার পরেই বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউও একই রকম ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, 'জানি একদিন লিও বলবে, ও অবসর নিচ্ছে। তাই ক্লাবের ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।'

মেসির এখনও ২ বছর চুক্তি রয়েছে বার্সেলোনার সঙ্গে। তারপরেই কি মেসি বিদায় নেবেন ক্লাব থেকে? সে ব্যাপারে বার্সেলোনা স্পষ্ট করে কিছু জানায়নি। বার্তেমেউ বলেছেন, এখনও মেসির অবসর নিতে আরও কিছু সময় বাকি আছে।'

অন্যদিকে ২০২১ সালে প্রেসিডেন্ট হিসেবে বার্তামেউয়ের মেয়াদ শেষ হবে। তিনি পদ ছাড়ার আগে ক্লাবকে সব রকম পরিস্থিতির জন্য তৈরি করে দিতে চান, আমরা সেরা তরুণ ফুটবলারদের সই করাচ্ছি। কারণ ক্লাবের এই সাফল্য ধরে রাখাটাই আমাদের উদ্দেশ্য। দুই মৌসুম পরেই আমার সময় শেষ হচ্ছে। আমি ক্লাবকে দারুণ জায়গায় রেখে পদ থেকে বিদায় নিতে চাই। যাতে পরবর্তী প্রেসিডেন্টকে আমি বলতে পারি, এটাই আমাদের ঐতিহ্য।'

মন্তব্যসাতদিনের সেরা