kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

বিশ্বকাপ জিততে চাই ধোনির মস্তিষ্ক : যুবরাজ

কালের কণ্ঠ অনলাইন   

৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:২৮ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বকাপ জিততে চাই ধোনির মস্তিষ্ক : যুবরাজ

যখন তারা খেলতেন একসঙ্গে। ছবি : ইন্টারনেট

তার নিজের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তারপরেও আশায় আছেন ভারতের একসময়ের অন্যতম নির্ভরতা যুবরাজ সিং। দেশের মাটিতে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই হার্ডহিটার। হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। সেই দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ জিততে ভারতকে ধোনির মস্তিষ্ক ব্যবহারের পরামর্শ দিলেন যুবরাজ।

মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে এসে যুবরাজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 'আমার মনে হয় ধোনির দারুণ ক্রিকেট মস্তিষ্ক রয়েছে। বিশেষ করে উইকেটকিপার হওয়ায় সব কিছু বোঝার জন্য আদর্শ জায়গায় ও দাঁড়িয়ে থাকে। বছরের পর বছর ধরে ধোনি দারুণ ভাবে উইকেটের পিছন থেকে দলকে চালনা করে এসেছে। নিজে অসাধারণ ক্যাপ্টেন ছিল। দলের তরুণ ক্রিকেটারদের সব সময় সাহায্য করছে। সারাক্ষণ কোহলিকে পরামর্শ দিয়ে যায় সে।'

তিনি আরও বলেছেন, 'আমার মনে হচ্ছে, ধোনির উপস্থিতি দলের জন্য খুবই প্রয়োজনীয়। বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। অস্ট্রেলিয়ায় দারুণ খেলেছে ধোনি। আগের মতো যে ওর ব্যাট এখনও বলকে প্রহার করছে, সেটা দেখতে পাওয়া নিশ্চয়ই স্বস্তিদায়ক। বিশ্বকাপ জিততে ওর মস্তিষ্কের প্রয়োজন হবে। আমার আন্তরিক শুভেচ্ছা রইল ওর জন্য।'

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় বলে ছয় ছক্কা মারা বাঁ হাতি ব্যাটসম্যানের বয়স এখন ৩৭ বছর। আইপিএলের নিলামে প্রথমে তাকে কিনতেই চায়নি। শেষ পর্যন্ত এক কোটি টাকার বেস প্রাইসে কেনে মুম্বাই ইন্ডিয়ান্স। যুবরাজ বলছেন, তার লক্ষ্য হবে অধিনায়ক রোহিত শর্মার চাপ কমানো, 'আমার মনে হয় এখনও মাঝের দিকে নেমে আমি অবদান রাখতে পারি। যদি সেটা পারি তা হলে রোহিতের উপর থেকে কিছুটা চাপ সরানো সম্ভব হবে। ওপেন করতে নেমে রোহিত তা হলে নিজের খেলা খেলতে পারে। দেখা যাক আমাদের জুটি কেমন যায়।'

মন্তব্যসাতদিনের সেরা