kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

সালার অপেক্ষায় বসে থাকে নালা

কালের কণ্ঠ অনলাইন   

৮ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:১৯ | পড়া যাবে ২ মিনিটেসালার অপেক্ষায় বসে থাকে নালা

বামপাশের ছবিটি এখন কেবলই স্মৃতি। আর ডানপাশের ছবিতে সালার অপেক্ষায় দরজার সামনে বসে আছে নালা। ছবি : টুইটার

সব আশা সব প্রার্থনার অবসান ঘটিয়ে বিমান দুর্ঘটনায় আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার মৃত্যুসংবাদ নিশ্চিত হয়েছে। ভয়ংকর ইংলিশ চ্যানেলে জলের তলায় পড়ে থাকা বিধ্বস্ত বিমান থেকে উদ্ধার করা হয়েছে তার গলিত মৃতদেহ। বিমান দুর্ঘটনার খবরে সালার পরিবারে যে অন্ধকার নেমে এসেছিল, সেটা আরও ঘনীভূত হয়েছে। সালার পরিবারের মতো ভীষণ কষ্টে আছে আরও একজন। সে নিহত ফুটবলারের প্রিয় কুকুর নালা।

ফরাসি ক্লাব নঁতে খেলার সময় থেকেই সালার সঙ্গী নালা। এই পোষা কুকুরের জন্য বিশেষ ব্যবস্থা করে তবেই কার্ডিফ সিটির সঙ্গে চুক্তি করতে গিয়েছিলেন সালা। ফিরে এসে নালাকে কার্ডিফে নেওয়ার বন্দোবস্ত করে আবার ওয়েলসে ফেরার সময় ২১ জানুয়ারি তাকে বহনকারী সেই বিমানটি বিধ্বস্ত হয় সাগরে। দুজনের পরিবারই অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করে নিয়েছিল, এ উদ্ধার অভিযান জীবিত কোনো মানুষের জন্য নয়। বরং মৃতদেহ খুঁজে বের করে প্রিয়জনকে আরেকবার দেখার জন্যই এই অভিযান।

সালার মৃত্যুসংবাদ সবাই জেনে গেলেও নালা কি জানে এ কথা? সালার বোন রোমিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, নালা তার প্রিয় বন্ধুকে দেখার অপেক্ষায় এখনও অধীর আগ্রহে বসে থাকে দরজার সামনে। টানা দুই সপ্তাহ সালার দেখা পায়নি, এমন অভিজ্ঞতা যে তার কখনো হয়নি। কিন্তু এবার নালার অপেক্ষা আর শেষ হচ্ছে না। তবে রোমিনা নিশ্চিত করেছেন, তার ভাইয়ের এই প্রিয় পোষ্যকে তারা নিজেদের কাছেই রাখবেন।

মন্তব্যসাতদিনের সেরা