kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

উইন্ডিজের ১০ আর ইংল্যান্ডের ১৫ বছরের অপেক্ষা ঘুচনোর মিশন

কালের কণ্ঠ অনলাইন   

২২ জানুয়ারি, ২০১৯ ২১:২৬ | পড়া যাবে ৩ মিনিটেউইন্ডিজের ১০ আর ইংল্যান্ডের ১৫ বছরের অপেক্ষা ঘুচনোর মিশন

ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজের টিকিট বিক্রির বিজ্ঞাপন। ছবি : টুইটার

দীর্ঘ দিনের জয়ের বন্ধ্যাত্ব ঘোচানোর লক্ষ্য নিয়ে বুধবার ৩ ম্যাচের টেস্ট লড়াইয়ে নামতে যাচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী ইংল্যান্ড। নতুন বছরে প্রথমবারের মত টেস্ট সিরিজ খেলতে নামছে দুইদল। দুই দলেরই লক্ষ্য সিরিজ জয়। ইংল্যান্ডের বিপক্ষে ২০০৯ সালে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ ২০০৪ সালে টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম। শুধুমাত্র র‌্যাংকিংই নয়, সাম্প্রতিক পারফরমেন্সের বিচারেও বেশ এগিয়ে ইংলিশরা। গত গ্রীষ্মে ৯ ম্যাচের মধ্যে ৮টিতেই জিতেছে জো রুটের দল। এর মধ্যে টানা ৫ জয়ও আছে। সর্বশেষ দুই টেস্ট সিরিজে দারুণ পারফরমেন্সও করেছে তারা। দেশের মাটিতে ভারতের বিপক্ষে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়। এরপর শ্রীলঙ্কার মাটিতে ৩ ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে ইংলিশরা।

সিরিজ সামনে রেখে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বলেন, 'বর্তমানে আমরা দুর্দান্ত ফর্মে আছি। খেলোয়াড়রা নিজ নিজ দায়িত্ব পালনে সজাগ। তাই ফর্ম ধরে রাখা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। ভালো খেলতে পারলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও সিরিজ জয় সম্ভব। যা শ্রীলঙ্কা সফরে আমরা করেছি। এছাড়া দীর্ঘদিন যাবত ক্যারিবীয় দ্বীপে সিরিজ জয় করার হয়নি। এবার এই স্বাদটি আমাদের দলটি নিতে চাইছে। টিম মিটিং, এই সিরিজ নিয়ে অনেক নতুন-নতুন পরিকল্পনা করেছি। যা বাস্তবে ঘটাতে চাইছি।'

১৯৩০ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলে আসছে ইংল্যান্ড। ১৯৬০ সালে ক্যারিবীয় দ্বীপে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় তারা। পরের সফরে ১৯৬৮ সালে আবারো টেস্ট সিরিজ জিতে। তবে তৃতীয়বার টেস্ট সিরিজ জয়ের জন্য ইংল্যান্ডকে অপেক্ষা করতে হয়েছে পাক্কা ৩৬ বছর। ২০০৪ সালে এসে তৃতীয় ও শেষবারের মত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ইংলিশরা।

অন্যদিকে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের স্বপ্নে বিভোর ওয়েস্ট ইন্ডিজও। ২০০৯ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষবার টেস্ট সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে সেটিই ছিলো সর্বশেষ। তাদের সাম্প্রতিক ফর্মটা মোটেও আশা জাগানিয়া নয়। গত বছর চারটি টেস্ট সিরিজের মধ্যে একটিতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ ড্র করে বছর শুরু করেছিল ক্যারিবীয়রা। এরপর নিজ মাটিতে বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে জেসন হোল্ডারের দল। কিন্তু ভারত ও বাংলাদেশ সফরে দুই ম্যাচের সিরিজ হারতে হয়েছে তাদের।

তবে এসব পরিসংখ্যান ভুলে নতুন বছরে নতুনভাবে শুরু করার কথা বললেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার, 'আমরা নতুন বছরে সবকিছু নতুনভাবে শুরু করছি। তবে আমাদের পরিকল্পনাগুলো আরো আক্রমণাত্মক হবে। গত বছর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছি । তাই হোম কন্ডিশনের কথা মাথায় রেখে ইংল্যান্ডের বিপক্ষে ভালো পারফরমেন্স করাই আমাদের প্রধান লক্ষ্য। আশা করি, আমরা সফল হবো। ইংল্যান্ডের বিপক্ষে ১০ বছর পর আবারো সিরিজ জিততে দল মরিয়া হয়ে আছে।'

মন্তব্যসাতদিনের সেরা