kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে দেম্বেলে

কালের কণ্ঠ অনলাইন   

২২ জানুয়ারি, ২০১৯ ১৭:২০ | পড়া যাবে ১ মিনিটেদুই সপ্তাহের জন্য মাঠের বাইরে দেম্বেলে

ইনজুরিতে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। রবিবার লেগানেসের বিপক্ষে লা লিগার ম্যাচের দ্বিতীয়ার্ধে বাঁ পায়ের গোড়ালির গাঁটে চোট পান তিনি। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, তখনই মাঠ ছাড়তে হয় তাকে। আজ এক বিবৃতিতে দেম্বেলের চোটের অবস্থা জানিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।

ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয় বার্সেলোনা। প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ফ্রান্সের হয়ে রাশিয়া বিশ্বকাপ জেতা ২১ বছর বয়সী এই ফুটবলার। এখন চোটে পড়ায় সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের শেষ আটের দুই লেগ ছাড়াও লা লিগায় জিরোনা ও ভালেন্সিয়ার বিপক্ষে দেম্বেলে খেলতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় পাড়ি জমানোর পর চলতি মৌসুমের শুরুতে দেম্বেলের আচরণ অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছিল। তবে সাম্প্রতিক সময়ে নিজেকে অনেকটাই শুধরে নিয়েছেন তিনি। সেইসঙ্গে আছেন ভালো ছন্দে। সব প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে এ পর্যন্ত করেছেন ১৩ গোল।

মন্তব্যসাতদিনের সেরা