kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

রিয়াল মাদ্রিদেই থাকতে চান লুকা মদ্রিচ

কালের কণ্ঠ অনলাইন   

২০ জানুয়ারি, ২০১৯ ১৫:২৫ | পড়া যাবে ২ মিনিটেরিয়াল মাদ্রিদেই থাকতে চান লুকা মদ্রিচ

বর্তমান চুক্তি শেষ হয়ে হবার পর আরো কিছুদিন রিয়াল মাদ্রিদে থাকার ইচ্ছা পোষণ করেছেন তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। মৌসুমের শুরুতে সিরি-আ ক্লাব ইন্টার মিলানের সাথে মদ্রিচের যোগাযোগের গুঞ্জন শোনা গিয়েছিল। রিয়ালের সাথে ক্রোয়েশিয়ান এই তারকার বর্তমান চুক্তি শেষ হবে ২০২০ সালে। সান্তিয়াগো বার্নাব্যুতে সময়টা বেশ উপভোগ করছেন ৩৩ বছর বয়সী ব্যালন ডি’অর বিজয়ী।

এ সম্পর্কে মদ্রিচ বলেছেন, 'আমার সাথে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ এখনো আড়াই বছর বাকি আছে। যদিও এই বিষয়ে এখনই কোনো কিছু চিন্তা করছি না। তবে দীর্ঘমেয়াদে এখানে থাকার ইচ্ছা সবসময়ই ছিল। প্রথম দিন যেমন খুশি ছিলাম এখনও ঠিক তেমনই আছি।'

লা লিগায় ঘরের মাঠে সেভিয়ার সাথে ২-০ গোলে জয়ের পর মদ্রিচ এই কথাগুলো বলেন। ৭৮ মিনিটে দুর পাল্লার শটে কাসেমিরো মাদ্রিদকে এগিয়ে দেন। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে মদ্রিচের শট বারে লেগে ফেরত আসে। যদিও স্টপেজ টাইমে মদ্রিচের গোলেই রিয়ালের জয় নিশ্চিত হয়।

এই জয়ে সেভিয়াকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে মাদ্রিদ। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে এখনো সাত পয়েন্ট পিছিয়ে আছে গ্যালাকটিকোরা। মদ্রিচ বলেন, 'আজ সত্যিকার অর্থেই আমরা ভালো খেলেছি। এই তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল। আমাদের এই ধারা বজায় রাখতে হবে। প্রতিটি খেলোয়াড়ই এই জয়ে অবদান রেখেছে। সমর্থকরাও সবসময় এভাবেই আমাদের দেখতে চায়। ব্যক্তিগতভাবে আমি দারুন খুশি।'

শিরোপা প্রসঙ্গে মদ্রিচ বলেন, 'এই মুহূর্তে আমাদের বার্সেলোনা কিংবা কত পয়েন্ট সংগৃহীত হলো তা নিয়ে চিন্তা করলে চলবে না। আমাদের গেম বাই গেম এগিয়ে যেতে হবে। লড়াই চালিয়ে যেতে হবে। মৌসুমের শেষে নিজেদের অবস্থান কী সেটা দেখাটা জরুরী। অন্যদের দিকে তাকালে চলবে না।'

মন্তব্যসাতদিনের সেরা