kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

ভেবেছিলাম আরিফুল পারবে : মাহমুদউল্লাহ

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৯ ২০:৫৮ | পড়া যাবে ২ মিনিটেভেবেছিলাম আরিফুল পারবে : মাহমুদউল্লাহ

বিপিএলের ইতিহাসে প্রথম 'টাই' ম্যাচের ঘটনা ঘটল আজ। যার পেছনে যতটা অবদান চিটাগং ভাইকিংসের ব্যাটসম্যান ফ্র্যালিংকের, ততটাই 'অবদান' খুলনা টাইটান্সের বোলার আরিফুল হকের। শেষ ওভারে ১৯ রানের টার্গেট ছিল চিটাগংয়ের সামনে। তারা ১৮ রান তুললে ম্যাচ 'টাই' হয়। সুপার ওভারে ১ রানে ম্যাচ জিতে নেয় চিটাগং। টানা চার ম্যাচে হার মাহমুদউল্লাহর খুলনার। শেষ ওভারে আরিফুলকে বোলিংয়ে আনার ব্যাখ্যা তাই দিতেই হলো খুলনা অধিনায়ককে।

টানা চার ম্যাচ হেরে হতাশ মাহমুদউল্লাহ বলেন, 'দুইটা সময় আমাদের ম্যাচ জেতার সুযোগ ছিল। কিন্তু আমরা দুইবারই সুযোগটা হারালাম। শেষ ওভারে ১৯ রান ডিফেন্ড করা আমাদের উচিত ছিল। সুপার ওভারেও ১২ রান চেজ করা উচিত ছিল। সুপার ওভারে ১১ রান বড় কোনো লক্ষ্য না। কিন্তু আমরা পারিনি। এখন আমাদের জন্য টুর্নামেন্ট কঠিন হয়ে গেছে। পরের ৮ টা ম্যাচের মধ্যে আমাদের ৫ থেকে ৬ টা ম্যাচ জিততেই হবে। এটা অনেক কঠিন।'

আজকের ম্যাচে শেষ ওভারে অল-রাউন্ডার ওভার থেকে ৩ ছক্কায় আসে ১৮ রান। তাহলে ওই ওভারে কেন আরিফুল? ব্যখ্যা করে খুলনা অধিনায়ক বলেন, 'ওই সময় অফস্পিনটা হয়তো একটু কঠিন হতো। শেষ ওভারে ১৯ রান প্রয়োজন ছিল ওদের, আমি ভেবেছিলাম আরিফুল ভালো অপশন। ও হয়তো ওয়াইড ইয়র্কার করবে। কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি।'

তিনি আরও বলেন, 'আমি আজকের ম্যাচেই বলছিলাম, একটা জয় আমাদের দলকে অনুপ্রাণিত করবে। আমরা যেভাবে খেলছি, তার চেয়ে আরও অনেক ভালো দল আমরা। কিন্তু ব্যাটিং-বোলিং , ফিল্ডিং কোনো বিভাগে আমরা তেমন আশানুরূপ পারফরম্যান্স করতে পারছি না।'

মন্তব্যসাতদিনের সেরা