kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

টানা জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৯ ১৮:৩৩ | পড়া যাবে ১ মিনিটেটানা জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি ৬ষ্ঠ আসরে জয়রথ ছুটে চলছে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটসের। ৩ ম্যাচের সবকটিতে জয় পেয়ে তাদের সাফল্য শতভাগ। সেই ধারা অব্যাহত রাখতে আজ শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে সাকিব বাহিনী।

সর্বশেষ ম্যাচে গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে ২ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে ঢাকা। এর আগে তারা হারিয়েচে রাজশাহী এবং খুলনাকে। অন্যদিকে খুলনাকে হারিয়েই নিজেদের প্রথম জয় পেয়েছে সিলেট সিক্সার্স। ডেভিড ওয়ার্নারের দলের সামনে আজ কঠিন পরীক্ষা।

দিনের প্রথম ম্যাচে নাটকীয়, অবিশ্বাস্য ও উত্তেজনায় ভরা ম্যাচে ১ রানে খুলনা টাইটান্সকে হারিয়েছে চিটাগং ভাইকিংস। নির্ধারিত ওভারের খেলা 'টাই' হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। চিটাগংয়ের করা ১১ রান টপকে যেতে পারেনি খুলনা। চলতি টুর্নামেন্টের ৪ ম্যাচেই হার মানতে হলো তাদের।

মন্তব্যসাতদিনের সেরা