kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে ভারত

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৯ ১১:০৭ | পড়া যাবে ২ মিনিটেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে ভারত

সিডনিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। এতে টসে হেরে প্রথমে বোলিং করছে বিরাটবাহিনী।

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজে ভারত রয়েছে ফুরফুরে মেজাজে। তবে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই ওয়ানডে সিরিজে টিম কম্বিনেশনে চূড়ান্ত রূপরেখা টানতে চাইছেন ভারতের দলনায়ক বিরাট। তবে হার্দিক পান্ডিয়া-লোকেশ রাহুল দেশে ফিরে যাওয়ার টিম কম্বিনেশনে যে কোনো রকম প্রভাব পড়বে না ম্যাচের আগেরদিনই সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছিলেন কোহলি।

অন্যদিকে তাদের চূড়ান্ত একাদশ ম্যাচের আগেরদিনই ঘোষণা করে দিয়েছিল অস্ট্রেলিয়া। একমাত্র স্পিনার হিসেবে সিডনি ওয়ান ডেতে অজি দলে জায়গা পেয়েছেন ন্যাথন লায়ন। উল্লেখযোগ্য ভাবে ২০১০ পর ফের ওয়ান ডে জার্সিতে একাদশে জায়গা করে নিয়েছেন পেসার পিটার সিডল। উল্লেখযোগ্যভাবে প্রথমবার ওয়ান ডে ফরম্যাটে ওপেনে নামছেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারে।

ভারতীয় একাদশ: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রাইডু, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, ন্যাথন লায়ন, পিটার সিডল, ঝাই রিচার্ডসন, জেসন বেহেনড্রফ।

মন্তব্যসাতদিনের সেরা