kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

সে যে ডাকাতিয়া বাঁশি... (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১১ জানুয়ারি, ২০১৯ ১৫:৪৭ | পড়া যাবে ১ মিনিটেসে যে ডাকাতিয়া বাঁশি... (ভিডিওসহ)

নাম তার গব্বর সিং। না, আমজাদ খান নন; তিনি ভারতীয় দলের হার্ডহিটার শিখর ধাওয়ান। ব্যাট হাতে ভয়-ডরহীন ব্যাটিংয়ের জন্য 'গব্বর' নামে বিখ্যাত তিনি। খুনে মানসিকতার এই ওপেনিং ব্যাটসম্যানের যে আরও অনেক গুণ আছে, তা কেই বা জানত! গব্বর সিং যে শুধু ব্যাট হাতে ঝড় তোলেন তাই না; বাঁশি বাজিয়ে পাগল করে দিতেও ওস্তাদ! 

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বাঁশি বাজানোর একটি ভিডিও প্রকাশ করেছেন ধাওয়ান, যা নিয়ে সোশ্যাল সাইটে আলোড়ন সৃষ্টি হয়েছে।অবশ্য এই ব্যাপারে যে তিনি একদমই আনকোরা নন, তা জানিয়েছেন শিখর নিজেই। তিনি জানিয়েছেন, বহু বছর ধরেই বাঁশি বাজানোর তালিম নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া আছেন শিখর ধাওয়ান। এই ভিডিও কী তবে নতুন করে সব কিছু শুরু করবার ইঙ্গিত? শিখরের কথায় সেরকমই আভাস মিলেছে। এই ভিডিওটির সঙ্গে তিনি লিখেছেন যে, তিনি আশা করছেন যে নতুন বছরে বাঁশির সুরের মতোই ঠিকঠাক 'নোট' লাগবে তার।

দেখে নিন ভাইরাল হওয়া সেই ভিডিওটি:

মন্তব্যসাতদিনের সেরা