kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

এক ম্যাচেই দুই মাইলফলকে টাইগার অধিনায়ক

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ডিসেম্বর, ২০১৮ ১৪:৩৮ | পড়া যাবে ১ মিনিটেএক ম্যাচেই দুই মাইলফলকে টাইগার অধিনায়ক

ছবি : এএফপি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজটা যেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য মাইলফলক স্পর্শের সিরিজ। প্রথম ম্যাচে ২০০তম ওয়ানডে খেলেছেন। দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দেওয়ার সংখ্যায় ছুঁয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে। আজ সিলেটে চলতি শেষ ওয়ানডেতে উপরোক্ত দুটি মাইলফলক আরও পোক্ত করে ফেললেন টাইগার ক্যাপ্টেন।

সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস করার সঙ্গে সঙ্গে হাবিবুল বাশারকে ছাড়িয়ে সবচেয়ে বেশি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া বাংলাদেশি অধিনায়ক হয়ে গেলেন মাশরাফি। ৬৯ ম্যাচে নেতৃত্ব দেওয়া হাবিবুলকে ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতেই স্পর্শ করেছিলেন ম্যাশ। আজকের ম্যাচটি অধিনায়ক হিসেবে তার ৭০তম ওয়ানডে।

একই ম্যাচে বাংলাদেশের জার্সিতে ২০০তম ওয়ানডে খেলা হয়ে গেল মাশরাফির। এই মাইলফলকে পা রাখা প্রথম বাংলাদেশি তিনিই। চোট জর্জর ক্যারিয়ারে মিস করেছেন ১১১টি ওয়ানডে। সিরিজের প্রথম ম্যাচে তিনি ব্যক্তিগতভাবে ২০০তম ওয়ানডের মাইলফলক স্পর্শ করেছিলেন। তবে দুটি ওয়ানডে ছিল এশিয়া একাদশের হয়ে। ২০০৭ সালে এই ম্যাচ দুটি খেলেছিলেন ম্যাশ। তাই আজকের ম্যাচ পর্যন্ত তাকে অপেক্ষায় থাকতে হয়েছিল।

অধিনায়কের জোড়া মাইলফলক স্পর্শের দিনে দল নিশ্চয়ই চাইবে তাকে টানা তৃতীয় সিরিজ জয় উপহার দিতে।

মন্তব্যসাতদিনের সেরা