kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

লা লিগায় নতুন ইতিহাস গড়লেন মেসি

কালের কণ্ঠ অনলাইন   

৯ ডিসেম্বর, ২০১৮ ১৭:১২ | পড়া যাবে ১ মিনিটেলা লিগায় নতুন ইতিহাস গড়লেন মেসি

ছবি : এএফপি

ব্যালন ডি'অর পাননি তাতে কী হয়েছে? আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি মানেই রেকর্ডের ছড়াছড়ি। এস্পানিওলের মাঠে শনিবার রাতের ম্যাচে ১৭তম মিনিটে প্রায় ২৭ গজ দূর থেকে চমৎকার এক ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন মেসি। সেই সঙ্গে গড়েন অনন্য এক কীর্তি।

স্প্যানিশ লিগের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৩ মৌসুমে কমপক্ষে ১০টি করে গোল করেছেন বার্সেলোনা তারকা। এছাড়া চলতি বছরে লিগে সেট-পিস থেকে মেসি নয় গোল করলেন। ২০১৮ সালে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো দল সেটপিস থেকে পাঁচটির বেশি গোল করতে পারেনি।

এবারের লা লিগায় গোলদাতার তালিকায় ১১ গোল নিয়ে জিরোনার ক্রিস্থিয়ান স্তুয়ানির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়। এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার ৪-০ ব্যবধানের জয়ে শেষ গোলটিও ফ্রি-কিক থেকে করেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। এই জয়ে ১৫ ম্যাচে ৯ জয় ও চার ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

মন্তব্যসাতদিনের সেরা