kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

ফিল্ডিংয়ে বাংলাদেশ

কালের কণ্ঠ অনলাইন   

৯ ডিসেম্বর, ২০১৮ ১২:৪২ | পড়া যাবে ১ মিনিটেফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি : টুইটার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ।সন্ধ্যার শিশির নিয়ে ম্যাচের আগে দুর্ভাবনায় ছিলেন মাশরাফি বিন মুর্তজা। খুব করে চাইছিলেন টস জিততে। শেষ পর্যন্ত টস জেতা হয়নি। দুই দলের আগের ৩১ ম্যাচের ৯টিতে জিতেছে বাংলাদেশ। ২০টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাকী দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। 

এর আগে আটটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এর তিনটিতে জিতেছে বাংলাদেশ। পাঁচটিতে জিতেছে উইন্ডিজ। ২০০৯ সালে ক্যারিবিয়ানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০১২ সালে দেশের মাটিতে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল। এই বছরের মাঝমাঝি সময়ে সবশেষ সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল মাশরাফি বিন মুর্তজার দল।

মন্তব্যসাতদিনের সেরা