kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

নেশা করতে গিয়ে ধরা ওজিলসহ কয়েকজন!

কালের কণ্ঠ অনলাইন   

৮ ডিসেম্বর, ২০১৮ ১৬:১১ | পড়া যাবে ২ মিনিটেনেশা করতে গিয়ে ধরা ওজিলসহ কয়েকজন!

মাদক গ্রহণের ক্ষেত্রে খেলোয়াড়দের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এতে যেমন ভক্তদের কাছে ভুল বক্তব্য যায়; তেমনই মাদকের নেশা প্রভাব ফেলে ফিটনেসে। এতকিছু জানার পরেও নেশা করতে গিয়ে ধরা পড়লেন আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলার! সিসিটিভি ফুটেজে আর্সেনালের মেসুত ওজিল, এমরিক আবুমেয়ং, আলেকজান্দ্রে লাকাজেতের মতো তারকাদের নেশা করতে দেখা গেছে।

এই ভিডিওটি ফাঁস করেছে ইংল্যান্ডের একটি ট্যাবলয়েড। যেখানে দেখা যাচ্ছে, আর্সেনালের বেশ কয়েক জন ফুটবলার একসঙ্গে বসে শুকনো নেশা করছেন। নেশার বস্তুটি, নাইট্রাস অক্সাইড। যাকে বলা হয় 'লাফিং গ্যাস'। এক সময় হিপিদের মধ্যে এই নেশা জনপ্রিয় ছিল। এই খবরে উদ্বিগ্ন আর্সেনাল ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ভবিষ্যতে এই ধরনের ঘটনায় ফুটবলারদের জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া যাচ্ছে।'

আজ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। লিভারপুল খেলবে বোর্নমুথের সঙ্গে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি ফুলহ্যাম। তবে সবার নজর থাকবে স্ট্যামফোর্ড ব্রিজে। যেখানে চেলসির মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটি। আগের ম্যাচেই উলভস চেলসিকে হারিয়ে অঘটন ঘটিয়েছে। তবে চেলসি কোচ মাউরিসিয়ো সাররি আজকের ম্যাচ নিয়ে খুব উদ্বিগ্ন। অন্যদিকে পেপ গার্দিওলাও একই সুরে বলেছেন, 'আমরা জিতবই তা বলতে পারছি না।'

মন্তব্যসাতদিনের সেরা