kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

আবারও ধরা খেলেন রমিজ রাজা!

কালের কণ্ঠ অনলাইন   

৮ ডিসেম্বর, ২০১৮ ১৫:৫৯ | পড়া যাবে ২ মিনিটেআবারও ধরা খেলেন রমিজ রাজা!

রমিজ রাজা বিতর্ক ছাড়া থাকতে পারেন না। ২০১৬ পিএসএলে তামিম ইকবাল ম্যাচসেরা হওয়ার পর তাকে উর্দুতে প্রশ্ন করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। তামিমের দুর্দান্ত ইংরেজি জ্ঞানের কথা জেনেও রমিজ বলেছিলেন, আমি তো তোমার ভাষা জানি না, ইংরেজি কি চলবে? নাকি...?' এবার নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামনসের সামনে ইতিহাস কপচাতে গিয়ে ধরা খেলেন তিনি। রমিজ রাজাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি।

গতকাল শুক্রবার আবুধাবি টেস্ট ১২৩ রানের বড় ব্যবধানে জিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। জঙ্গি আক্রান্ত পাকিস্তান দুবাইকেই নিজেদের 'হোম গ্রাউন্ড' বানিয়েছে বহু বছর হলো। সেই হিসাবে পাকিস্তানের হোম গ্রাউন্ডে নিউজিল্যান্ড টেস্ট সিরিজ জিতল ৪৯ বছর পর! সর্বশেষ ১৯৬৯ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ জিতেছিল কিউইরা। সেই ৪৯ বছরের ইতিহাসই কেন উইলিয়ামসনকে বলতে গিয়ে বিপদে পড়ে রমিজ রাজা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় উইলিয়ামসনের কাছে এই ঐতিহাসিক মুহূর্তের অনুভূতির কথাই হয়তো জানতে চেয়েছিলেন রমিজ। তিনি প্রশ্ন করেন, 'এই মুহূর্তটির জন্য ৪৯ বছর অপেক্ষা করেছ তুমি...।'

কিন্তু কেন উইলিয়ামসনও কম রসিক নন। তিনি রমিজকে মাঝপথেই থামিয়ে দিয়ে হাসতে হাসতে বলেন, 'আমি মোটেও ৪৯ বছর অপেক্ষা করিনি! আমার বয়স মাত্র ২৮ হয়েছে!'

ধরা খেয়ে রমিজের মুখ থমথমে হয়ে গেলেও জোরে হেসে ওঠেন উইলিয়ামসন। পরেক্ষণেই ঘটনা সামাল দিতে তিনি বলেন, 'এটা অসাধারণ একটি বিজয়। পাকিস্তানকে তাদেরই মাঠে হারানো খুব কঠিন। এটা বিশেষ কিছু মনে হচ্ছে। ছেলেরা অনেক দিন এটা মনে রাখবে।'

উইলিয়ামসন লাইভ সম্প্রচারের মাঝে ঘটনা সামাল দিয়ে ফেললেও রমিজ রাজাকে ট্রোলড হওয়া থেকে বাঁচাতে পারেননি। তাকে নিয়ে সোশ্যাল সাইটে ব্যাপক হাস্যরস চলছে। আন্তর্জাতিক মিডিয়াতেও প্রকাশিত হয়েছে রমিজের ধরা খাওয়ার ঘটনাটি।

মন্তব্যসাতদিনের সেরা