kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

ধোনিকে পেছনে ফেললেন পন্ট

কালের কণ্ঠ অনলাইন   

৮ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩২ | পড়া যাবে ১ মিনিটেধোনিকে পেছনে ফেললেন পন্ট

ছবি : এএফপি

অস্ট্রেলিয়ার মাটিতে চলতি অ্যাডিলেড টেস্টে সাবেক অধিনায়ক ও উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেললেন তরুণ ঋসভ পন্ট। ম্যাচের প্রথম ইনিংসে ৬টি ডিসমিসাল নেন উইকেটকিপার পন্ট। যার সবগুলোই ছিল ক্যাচ। তার এমন কৃতিত্বে পেছনে পড়ে গেলেন সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ধোনি।

অস্ট্রেলিয়ার মাটিতে এতদিন এক টেস্টে সবচেয়ে ডিসমিসালের রেকর্ডটি ছিল সাবেক ভারত অধিনায়কের। ২০০৮ সালে পার্থ টেস্টের এক ইনিংসে ৫টি ক্যাচ এবং ২০১৪ সালে মেলবোর্নে ৪টি ক্যাচ ও ১টি স্টাম্পিং করেন ধোনি। দুইবারই তার ডিসমিসালের সংখ্যা ৫টি। এবার ৬টি ডিসমিসাল করে ধোনির রেকর্ড ভাঙ্গলেন পন্ট।

এছাড়া টেস্টে এক ইনিংসে ভারতের পক্ষে সবচেয়ে বেশি ডিসমিসাল করে রেকর্ড বইয়ে যৌথভাবে নিজের নাম তুললেন পন্ট। টেস্টে ভারতের পক্ষে এক ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডের নাম আছে আরও তিন জনের। এরা হলেন-সৈয়দ কিরমানি, মহেন্দ্র সিং ধোনি ও ঋদ্ধিমান সাহার। তিনজনই এক ইনিংসে ৬টি করে ডিসমিসাল করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা