kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

ব্রাজিল ফুটবল দলের জার্সির নকশাকার মারা গেছেন

কালের কণ্ঠ অনলাইন   

১৭ নভেম্বর, ২০১৮ ২৩:৪৫ | পড়া যাবে ১ মিনিটেব্রাজিল ফুটবল দলের জার্সির নকশাকার মারা গেছেন

ব্রাজিলের ফুটবল দলের জার্সির নকশাকার মারা গেছেন। জানা গেছে আলদির গার্সিয়া শিলি (৮৩) দীর্ঘদিন ধরে ‘স্কিন ক্যান্সার’ এ ভুগছিলেন।

তিনি একাধারে নকশাকার, সাংবাদিক ও লেখক ছিলেন। মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিল দলের হলুদ রঙের জার্সির নকশা করেছিলেন শিলি।

১৯৫০ সালে বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠ ‘মারাকানায়’ উরুগুয়ের কাছে হেরে যাওয়ার পর জার্সি পরিবর্তন করে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচ হারার আগ পর্যন্ত সাদা রঙের জার্সি ছিল ব্রাজিলের।  

তবে সেই হারের কারণে সাদা জার্সি, নীল শর্টস আর সাদা মোজা ভুলে যেতে চেয়েছিল ব্রাজিলের জনগণ।

পরে ১৯৫৩ সালে ব্রাজিল ফুটবল দলের জার্সির ডিজাইনের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। চার শতাধিক নকশার মধ্যে বিজয়ী হয়েছিল ১৮ বছর বয়সী শিলের নকশা করা জার্সি।

মন্তব্যসাতদিনের সেরা