kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন পগবা-মার্শাল

কালের কণ্ঠ অনলাইন   

১৩ নভেম্বর, ২০১৮ ১১:১৮ | পড়া যাবে ১ মিনিটেফ্রান্স দল থেকে ছিটকে গেলেন পগবা-মার্শাল

নেদারল্যান্ড ও উরুগুয়ের বিপক্ষে ফ্রান্সের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচের জন্য জাতীয় দল থেকে বাদ পড়েছেন ইনজুরি আক্রান্ত ম্যানচেস্টার ইউনাইটেডের দুই তারকা পল পগবা ও এন্থনি মার্শাল।

রবিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে থাইয়ের ইনজুরির কারণে দলে ছিলেন না পগবা। অন্যদিকে পেনাল্টি থেকে ম্যান ইউয়ের হয়ে একমাত্র গোল করা মার্শাল কুঁচকির ইনজুরিতে ভুগছেন। উভয় খেলোয়াড়ই সোমবার ফ্রান্সের অনুশীলনে রিপোর্ট করেছেন। কিন্তু লেস ব্লুজ মেডিকেল স্টাফের সাথে আলোচনার পর তাদেরকে পরবর্তী চিকিৎসার জন্য ম্যানচেস্টারে ফেরত পাঠানো হয়েছে।

এই দুই ফুটবলার শূন্যস্থান পূরণে দিদিয়ের দেশ্যমের বিবেচনায় দলে জায়গা পেয়েছেন টটেনহ্যাম মিডফিল্ডার মৌসা সিসোকো ও আর্সেনাল ফরোয়ার্ড আলেক্সান্দ্রে লাকাজেত্তে।

সম্প্রতি বেশ ছন্দে আছেন মার্শাল। ইউনাইটেডের হয়ে শেষ সাত ম্যাচে করেছেন ৬ গোল। আগামী শুক্রবার নেশন্স লিগে নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৪দিন পর প্রীতি ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স।

 

মন্তব্যসাতদিনের সেরা