kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

'এমবাপে অসাধারণ সব ঘটনা ঘটিয়ে দিতে পারে...!'

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৮ ১৭:৫৯ | পড়া যাবে ১ মিনিটে'এমবাপে অসাধারণ সব ঘটনা ঘটিয়ে দিতে পারে...!'

ফরাসি ফুটবলের এই তরুণ তারকা যে একদিন বিশ্ব ফুটবল শাসন করবেন তাতে দ্বিমত নেই প্রায় কারও। চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের প্রশংসায় এবার পঞ্চমুখ হলেন তার জাতীয় দলের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশ্যম। এই মৌসুমে এখন পর্যন্ত পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ১২ ম্যাচে ১৩ গোল করেছেন এমবাপে। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬টি গোল।

১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের প্রশংসা করে দেশ্যম বলেছেন, 'কিলিয়ান মাঠের খেলায় অসাধারণ সব ঘটনা ঘটিয়ে দিতে পারে। তার পরিসংখ্যানের দিকে লক্ষ্য করুন। সে খুবই দক্ষ। জাতীয় দলের ও ক্লাবের হয়ে সে যেসব গোলগুলি করেছে, সেগুলি দেখুন। সে সতীর্থদের গোলে অবদানও রেখেছে।'

১৬ নভেম্বর উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ফ্রান্স। সেই ম্যাচ সামনে রেখে ফরাসি কোচ আরও বলেন, 'সে একজন তরুণ খেলোয়াড় যে এই মুহূর্তে খুব ভালো করছে। সে পিএসজির আক্রমণভাগের নেতা এবং আমাদের জন্যও তাই। অবশ্যই, সে এখনও উন্নতি করতে পারে। আর সেটা হবে চমৎকার। কিন্তু এখনই সে খুব কার্যকর।'

মন্তব্যসাতদিনের সেরা